সান নারায়ণগঞ্জ
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মত এবছরো নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সহ-সভাপতি ইরফান আহমেদ সাগর ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের নেতৃত্বে ১৫ ডিসেম্বর সোমবার রাতে চাষাঢ়া রেলষ্টেশন, শহীদ মিনার, জিয়া হল, ২নং গেট ও আশেপাশের এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, প্রচার ও দপ্তর সম্পাদক ইয়াসিন সরকার ইমন, সদস্য ইমরান হোসেন জিসান, সৌরভ ভৌমিক, উমর মুস্তাতাহিদ রিয়াদ।
এ সময় সাধারণ সম্পাদক রায়হান আহমেদ বলেন, নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকে। মহান বিজয় দিবসের সকল মুক্তিযোদ্ধা ও শহীদ এর স্বরনে আমরা প্রতিবছর অসহায় পথচারি, রাস্তার পাশে ঘুমন্ত মানুষ ও সাধারণ কর্মজিবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। যাতে তারা এই তীব্র শীতে কষ্ট লাঘব করতে পারে।


