বিজয় দিবসে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মত এবছরো নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সহ-সভাপতি ইরফান আহমেদ সাগর ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের নেতৃত্বে ১৫ ডিসেম্বর সোমবার রাতে চাষাঢ়া রেলষ্টেশন, শহীদ মিনার, জিয়া হল, ২নং গেট ও আশেপাশের এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, প্রচার ও দপ্তর সম্পাদক ইয়াসিন সরকার ইমন, সদস্য ইমরান হোসেন জিসান, সৌরভ ভৌমিক, উমর মুস্তাতাহিদ রিয়াদ।

এ সময় সাধারণ সম্পাদক রায়হান আহমেদ বলেন, নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকে। মহান বিজয় দিবসের সকল মুক্তিযোদ্ধা ও শহীদ এর স্বরনে আমরা প্রতিবছর অসহায় পথচারি, রাস্তার পাশে ঘুমন্ত মানুষ ও সাধারণ কর্মজিবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। যাতে তারা এই তীব্র শীতে কষ্ট লাঘব করতে পারে।