এটিএম কামালের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে মহানগরীর মিশনপাড়াস্থ এটিএম কামালের ব্যক্তিগত কার্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন খতম দেন।

পরবর্তীতে কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পালন করেন এটিএম কামাল।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, ইসমাঈল হোসেন, সরকার আলম, জেলা শ্রমিকদল নেতা নূর মোহাম্মদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।