সোনারগাঁয়ে নৌকা প্রত্যাশিদের প্রতি প্রশ্ন ছুড়েছেন ইঞ্জিনিয়ার মাসুম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশীদের কাছে কোন পর্যায়ে সহযোগী সংগঠন নেতৃত্ব দিয়েছেন জানতে চেয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

তিনি বলেছেন, আজকে যারা নৌকা চান তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- আপনারা সোনারগাঁয়ে কোন পর্যায়ে সহযোগী সংগঠন নেতৃত্ব দিয়েছেন? কবে আওয়ামী লীগের দূদির্নে ছিলেন? একটা কাগজ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দিবো।

আগামী ১৭ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে ১৩ জুলাই বৃহস্পতিবার আয়োজিত এক বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাসুম আরও বলেন, আজকে অনেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নৌকার মনোনয়ন প্রত্যাশী দাবি করেন। সহযোগী সংগঠনের একটা সার্টিফিকেট আগে দেখান। আপনারা কোন মামলার আসামী হয়েছেন? একটা মামলা খান নাই আপনারা, আগামীতেও আপনাদের খুজে পাওয়া যাবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম ও হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য ছগীর আহমেদসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।