নারায়ণগঞ্জে ভোটের লড়াইয়ে ৫০জন আইনজীবী

সান নারায়ণগঞ্জ

আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এবার কার্যকরী পরিষদের ১৭টি পদের বিপরীতে তিনটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ৫০ জন আইনজীবী ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। যদিও আওয়ামীলীগের কোনো প্যানেল কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে বিএনপির পৃথক দুটি প্যানেল এবং জামায়াত ইসলামীর আইনজীবীরা অংশগ্রহণ করেছেন।

আইনজীবীরা জানান, বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলে সভাপতি পদে সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল অংশগ্রহণ করেছে এই নির্বাচনে। অন্যদিকে বিএনপির একাংশের আইনজীবীরা গণতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি পদে রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক পদে এসএম গালিবের নেতৃত্বে ১৪ জনের একটি প্যানেল অংশগ্রহন করেছে। জামায়াত ইসলামীর সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সমর্থিত প্যানেলে সভাপতি পদে হাফিজ মোল্লা ও সাধারণ সম্পাদক পদে মাঈন উদ্দীন মিয়ার নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ ছাড়াও স্বতন্ত্র সহ-সভাপতি প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী এবং আইন ও মানবাধিকবার বিষয়ক সম্পাদক পদে হাফিজুর রহমান মাসুদ অংশগ্রহণ করেছেন।

এ ছাড়াও বিএনপি সমর্থিত প্যানেলে হুমায়ুন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে আছেন কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একেএম ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে শাহাজাদা দেওয়ান, আপ্যায়ণ সম্পাদক পদে মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মামুন মাহমুদ এবং কার্যকরী সদস্য পদে আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে হাফিজ মোল্লা ও মাঈন উদ্দীন মিয়ার নেতৃত্বে প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আল আমিন, কোষাধ্যক্ষ পদে ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মাসুদুর রহমান এবং কার্যকরী সদস্য পদে গোলাম মোস্তফা, আফরোজা জাহান, রাকিবুল হাসান, সাইফুল ইসলাম ও তাওফিকুল ইসলাম দিপু।

অন্যদিককে রেজা খান ও গালিবের নেতৃত্বে প্যানেলে সিনিয়র সহ সভাপতি পদে সামসুজ্জামান খান খোকা, সহ সভাপতি পদে আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক পদে আলী আজম, ক্রীড়া সম্পাদক পদে শহীদ সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতি পদে নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে শাহানাজ পারভীন হিরা, আইন ও মানবাধিকার পদে মনি গাঙ্গুলী এবং কার্যকরী সদস্য পদে আব্দুর রব ও আনোয়ারুল আজিম চৌধুরী।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভুঁইয়া এবং নির্বাচন কমিশনার হিসেবে আছেন বোরহান উদ্দীন সরকার, আজিজুর রহমান মোল্লা, আবু বকর সিদ্দিক, সুমন মিয়া ও মতিউর রহমান মতিন। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।