কুলিয়ে ওঠতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী দুই প্রার্থী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের বার্ষিক নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট শাহআলম শামীম। নির্বাচনের দিন যখন ঘনিয়ে আসছে ঠিক এমন সময় নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের পক্ষে সমর্থন জানিয়েছেন। আগামী রবিবার ২৪ আগস্ট থেকে এই দুই প্রার্থী বিএনপির মুল প্যানেলের প্রার্থীদের পক্ষে প্রচারনায় নামার ঘোষণাও দিয়েছেন।

২৩ আগস্ট শনিবার পৃথকভাবে পৃথক স্থান থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা। অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা বিএনপির বিদ্রোহী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এসএম গালিব প্যানেলে সহ-সভাপতি পদে অংশগ্রহণ করেছিলেন। একই প্যানেল থেকে আপ্যায়ণ বিষয়ক সম্পাদক পদ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন অ্যাডভোকেট শাহআলম শামীম।

এদিকে জানাগেছে, গেল সপ্তাহ জুড়ে বিএনপির বিদ্রোহী প্যানেলের উপর একের এক চাপ এসে ভর করে। স্থানীয় শীর্ষ নেতাদের পাশাপাশি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতারাও নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানান। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর কারনে রেজা খান ও এসএম গালিব সহ অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তাতেও যখন নির্বাচনে তারা অনঢ় ছিলেন, তখন কেন্দ্রীয় নেতারা গত বৃহস্পতিবার কোর্টে এসে বৈঠক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। পরিশেষে ২৩ আগস্ট এই দুই আইনজীবী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।