সান নারায়ণগঞ্জ
২০ আগষ্ট বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতির সাথে আয়োজিত সভায় বাস ভাড়া বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সমন্বয়ক ও সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এক বার্তায় খোরশেদ বলেন, জ্বালানি মূল্য স্থিতিশীল থাকা সত্ত্বেও, বাস ভাড়া অযথা বৃদ্ধি করায় নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হবে। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা ও নিম্ন-আয়ের মানুষজনের ওপর দুর্দান্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে, যেহেতু তারা পড়াশোনা ও কর্মস্থল পর্যন্ত পৌঁছাতে প্রতিনিয়ত এই পরিসরে ভ্রমণ করেন। অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হোক। ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় যাত্রীদের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করা হোক এবং গণপরিবহনে ভাড়া নির্ধারণে অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক প্রভাব ও পরিবহণ খাতের স্ট্যান্ডার্ড বিবেচনায় নেয়া হোক।
আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংক্রান্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং বাস ভাড়ার বর্তমান ন্যায্য ও যুক্তিসংগত সীমা পুনরায় অনুসন্ধান ও প্রণয়ন করবে।