সান নারায়ণগঞ্জ
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের একদিন পর বেরার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে করে এসোসিয়েশনের সভাপতি হিসেবে সেলিম সারোয়ার নির্বাচিত হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে জাকির হোসেন, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক আবুল, রাহয়ান আলী, সহসভাপতি অর্থ শফিকুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
১৭ আগস্ট রবিবার বাদ মাগরিব ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত নিটিং ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার স্বপন চৌধুরী নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
আর বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের পরিচালকরা হলেন সিরাজুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসেন, ইদ্রিস, মো: মোজাহার আলী, শফিকুর রহমান, শ্যামল দেবনাথ, বশির আহমেদ, জাকির হোসেইন, আবু সাঈদ, বাহাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম, এনামুল হাফিজ কাজল, বুলবুল আহমেদ, আব্দুল হাকিম, শামীম হুসেইন সরকার, মিশেল শেখ, আবু তাহের শামীম।
প্রসঙ্গত শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নিট ঐক্য ফোরাম। ফোরামের ২১ জন প্রার্থীর মধ্যে ২০ জনই বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক অগ্রবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ স্বপন চৌধুরী। তার সঙ্গে সহকারী কমিশনার হিসেবে ছিলেন মোঃ সোহেল আক্তার সোহান এবং আবু বক্কর সিদ্দিক সাজ।