আইনজীবীদের সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে ভোট প্রার্থনায় সারোয়ার জাহান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট প্রার্থনা করে আইনজীবীদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে যাচ্ছেন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান।

জানাগেছে, আদালতপাড়ায় নম্র ভদ্র স্বদালাপী হিসেবে পরিচিত তিনি। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব। নারায়ণগঞ্জ ‘নাটুয়া’ নামক মৌলিকধারার নাট্যদলে সদস্য হয়ে দীর্ঘদিন যাবত মঞ্চে গান আবৃত্তি অভিনয় জগতেও সমাদৃত ও জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।

এবার তিনি বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার প্রধান পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বিগত আওয়ামীলীগ সরকার আমলে যখন আওয়ামীলীগ প্যানেলের বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করতে সাহস পেতোনা ঠিক সেই সময়ও তিনি বিএনপি প্যানেল থেকে একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

আগামী ২৮ আগস্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাবেক এই ছাত্রদল নেতা অ্যাডভোকেট সারোয়ার জাহান ব্যাপক ভোট প্রার্থনা করে যাচ্ছেন। সকাল থেকে সন্ধা অবধি জুনিয়র সিনিয়র সকল আইনজীবীদের কাছে ভোট প্রার্থনায় যাচ্ছেন।

অ্যাডভোকেট সারোয়ার জাহান নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতি শুরু করেন। ছাত্রদলের বিভিন্ন সময় বিভিন্ন কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সদস্য ছিলেন তিনি। ছিলেন জেলা ছাত্রদলের সদস্য পদেও। এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আইন বিষয়ক সম্পাদকও তিনি। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালচারাল সেক্রেটারিও ছিলেন।

বিগত ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনেও রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সারোয়ার জাহান। কোর্টপাড়ায় এবং বাহিরেও বিএনপির রাজনীতিতে সক্রিয় আছেন। তথাপি দলমত নির্বিশেষে কোর্টপাড়ায় তিনি সকলের সঙ্গে সোহার্দ্যপূর্ণ্য সম্পর্ক বজায় রেখে আইন পেশা পরিচালনা করে আসছেন। তিনি আইনজীবী ও আইনজীবী সমিতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান এবং আইনজীবীদের সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।