৯টি বছরের উন্নয়ন চিত্র সোনারগাঁবাসীর মাঝে তুলে ধরতে এমপি খোকার আহ্বান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাতীয় পার্টি কার্যালয় উদ্বোধন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। ২৪ জুন শনিবার বিকেলে এই কার্যালয়টির উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ৬নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

উদ্বোধনকেলে এমপি খোকা বলেছেন, সোনারগাঁয়ে প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টি কার্যালয় হবে। এখানে বসে জাতীয় পার্টি নেতাকর্মীরা সাংগঠনিক কাজ করবে। ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করবে। আমার ভাই বোনেরা এই কার্যালয়ে বসে ভালো মানুষদের জাতীয় পার্টি তথা সোনারগায়ে বিগত ৯ বছর কি কি উন্নয়ন হয়েছে সেগুলো তুলে ধরবেন। তাহলে এলাকার জণগণ জাতীয় পার্টির পতাকা তলে আসবে ইনশাআল্লাহ।

IMG 20230624 185841

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁও উপজেলা প্রধান উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এমএ জামান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, মোহাম্মদ আলী মেম্বার, জায়েদা আক্তার মনি, জাতীয় পার্টির নেতা হাজী আবু সিদ্দিক মেম্বার, মোঃ নজরুল ইসলাম মেম্বার, নাসিমা আক্তার পলি, নাসরিন আক্তার পান্না, নারগিস আক্তার মেম্বার, পৌরসভা জাতীয় পার্টি ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ হাসান ইমাম, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী প্রমূখ।

সর্বশেষ সংবাদ