আড়াইহাজার থানায় ঘুষ নেওয়া সেই ওসিকে বদলি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে অবশেষে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম।

জানা গেছে, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই আদেশে।

বদলির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আড়াইহাজার থানার ওসিকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জিডি বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেপলার করে রাখা কিছু টাকা হাতে নিয়ে ওসি এনায়েত হোসেন এক ব্যক্তির উদ্দেশে বলছেন, ‘এই টাকা দিলে মানসম্মান থাকে?’ এ সময় তার সামনে আরও দু-তিনজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। আর ওসি এনায়েত হোসেন তার থানার কক্ষে চেয়ারে বসা অবস্থায় ছিলেন।

জানা যায়, ভাইরাল হওয়া ওই ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। কোনো একটি বিষয়ে জিডি বা অভিযোগ করতে গেলে তাদের এ কথা হয়।

শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ‘নদী ভাবনা’

প্রেস বিজ্ঞপ্তি

শীতলক্ষ্যা নদী রক্ষার্থে নদী তীরের প্রান্তিক জনগোষ্ঠীকে সাথে নিয়ে ‘নদী ভাবনা’ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নামক দুটি সংগঠন।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রীজ সংলগ্ন নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি
কবি জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল খায়ের মুন্সী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, জাকির হোসেন, মোশাররফ হোসেন।

এসময় বক্তারা বলেন, আমাদের যেমন বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি! নদীমাতৃক বাংলাদেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের প্রধান খাদ্য মাছ ও ভাত। তাই বাঙালিকে বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। তেমনি বলা হয়ে থাকে বাংলাদেশ নদী মাতৃক দেশ; আমাদের দেশ বিশ্বে নদ-নদীর দেশ হিসেবে পরিচিত হলেও, এখানে প্রতি বছরই নদ-নদীর সংখ্যা কমছে। দখল, দূষণে শুধু নদী-খালই মরছে না, এখন দেশও ধ্বংসের পথে। বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের নদ-নদী রক্ষা করতে হবে। নদ-নদী বেঁচে না থাকলে, দেশও ধ্বংস হতে বাধ্য।

অনলাইন ভোটিংয়ে জরিপ: জনপ্রিয়তার শীর্ষে খোরশেদ, দ্বিতীয় সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে যোগ্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার। সম্ভাব্য ৪জন প্রার্থীর উপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন ভোটিং জরিপ চালায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’। জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন খোরশেদ এবং খোরশেদের অর্ধেক ভোট পেলেও সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

১৮ এপ্রিল শুক্রবার থেকে ৪৮ ঘন্টা এই ভোটিং কার্যক্রমে জরিপে মোট ৭২৩ জন ফেসবুক ব্যবহারকারী ভোট প্রদান করেন। যার মধ্যে ৩৫৩ ভোট পান মাকসুদুল আলম খন্দকার খোরশেদ অর্থাৎ মোট প্রদানকৃত ভোটের ৪৮ পারসেন্ট। ১৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হোন সাখাওয়াত হোসেন খান, যেভাবে তার পারসেন্টেজ ২৪।

ভোটিংয়ে ফেসবুক ব্যবহারকারীদের প্রতি প্রশ্ন রাখা হয় যে, নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে আপনি কাকে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রার্থী মনে করেন? চারজন প্রার্থীর মধ্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সাখাওয়াত হোসেন খান ছাড়াও ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

জরিপে অ্যাডভোকেট আবুল কালাম ১০৯ ভোট পান, যা ভোট প্রদানের ১৫ পারসেন্ট এবং ৫১ ভোট পেয়ে ৪র্থ হোন আবু আল ইউসুফ খান টিপু, যা মোট ভোট প্রদানের ৭ পারসেন্ট। এ ছাড়াও এই ৪জন প্রার্থীর বাহিরে বিকল্প প্রার্থী অপশনে ৩৪জন ভোট প্রদান করেছেন, যা মোট ভোটের ৪ পারসেন্ট। জরিপটি ৭ হাজার ৩শতাধিক ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া হলেও মোট ভোট প্রদান করেছেন ৭২৩ জন ফেসবুক ব্যবহারকারী। এসব ভোটারদের মধ্যে বেশির ভাগ ছিলেন মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা তাদের ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করেছেন এবং সবচেয়ে বেশি যোগ্য মনে করেছেন খোরশেদকে। তবে এই জরিপ প্রকৃত সাধারণ জনগণের কিংবা স্থানীয় আসনের সকলের প্রকৃত জরিপ নয়। এটা শুধুমাত্র ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে ভোটিং অনলাইন জরিপ কার্যক্রম।

অন্যদিকে স্থানীয়দের সূত্রে, প্রয়াত বিএনপি নেতা শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সঙ্গে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে করে পরাজিত হয়েছিলেন আবুল কালাম। পরবর্তীতে বিএনপির ধানের শীষ প্রতীকে একাধিকবার এমপি নির্বাচিত হোন তিনি। ২০১৭ সালে মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হোন কালাম। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সাখাওয়াতকে আহ্বায়ক ও টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

এর আগে আবুল কালাম ২০০৯ সালের নির্বাচনে পরাচিত হোন। ২০১৪ ও ২০২৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের নির্বাচনে এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পান আবুল কালাম ও খোরশেদ। কিন্তু ঐক্যফ্রন্ট জোট করায় জোটের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যর উপদেষ্টা প্রয়াত এসএম আকরাম ধানের শীষ প্রতীকে মনোনিত হোন। ওই নির্বাচনে সাখাওয়াত প্রাথমিকভাবেও দলের মনোনয়ন পাননি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি ভোটের ওয়ার্ড হলো ১৩নং ওয়ার্ড এবং নগরীর মাঝামাঝি এলাকা অর্থাৎ মুল এলাকা। এই এলাকায় ৪বারের নির্বাচিত কাউন্সিলর খোরশেদ। করোনাকালে তার জীবন ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের লাশ দাফন কাফনের ব্যবস্থা করে দেশ ও বিদেশে আলোচিত হোন খোরশেদ। বিশ্বব্যাপী তিনি করোনা বীর হিসেবে পরিচিতি পান। জনপ্রিয় কাউন্সিলর খোরশেদ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সেই সময় থেকে আরো বেশি।

একইভাবে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে প্রায় দীর্ঘ ১০ বছরের কাছাকাছি সময় দায়িত্ব পালন করে সিদ্ধিরগঞ্জ, সদর ও বন্দর থানাধীন প্রতিটি এলাকায় নেতাকর্মী তৈরি করেছেন খোরশেদ। একমাত্র খোরশেদের প্রতিটা এলাকায় বিশ্বস্থ নেতাকর্মী রয়েছে। একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খোরশেদ সুপরিচিত। সেটা অনলাইন জরিপেও প্রমাণ করেছেন। রাজনৈতিক মারপ্যাচে এবং বৃহত্তর ষড়যন্ত্রের কারনে নেতৃত্বে পিছিয়ে পড়লেও সাধারণ নেতাকর্মী সমর্থক ও জনগণের মাঝে মাকসুদুল আলম খন্দকার খোরশেদের জনপ্রিয়তা কমেনি এত্তটুকুও।

নির্বাচন নিয়ে টালবাহানা করলে ছাড় দেয়া হবে না: মামুন মাহমুদ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৫ বছর দেশে আসতে পারেন নাই, আমাদের নেত্রী ৬ বছর জেল খেটেছেন। কিন্তু এখনো আমাদের দাবি পূর্ণ হয়নি। যতোদিন আমাদের দাবি পূর্ণ না হবে ততোদিন আমরা ঘরে ফিরে যাবো না। বর্তমান অন্তবর্তী সরকার যেদিন শপথ নিয়েছে সেদিন বলেছিল গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা সরে যাবে। বিএনপিও তাদের যৌক্তিক একটি সময় পর্যন্ত অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করলে ছাড় দেয়া হবে না।

১২ এপ্রিল শনিবার বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা সহ সারা দেশের নেতাকর্মীরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়া ৬ বছর জেল খেটেছে, শেখ হাসিনার সাথে আপোষ করেনি। বিএনপি প্রতারণা করে না, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কোন আপোষ করবে না বিএনপি।

মামুন মাহমুদ আরো বলেন, অবৈধ হাসিনা সরকার বিগত সময়ে জনগনের জন্য কাজ করেননি। এই আসনের সাবেক সাংসদ ফতুল্লার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন আর বড় বড় কথা বলেছিলেন। আর জিদেশে টাকা পাচার করেছিলেন। এইগুলো শেখ হাসিনার নির্দেশেই করা হয়েছিল। দেশের মানুষের পকেটের টাকা তারা বিদেশে পাচার করে মানুষকে দরিদ্র থেকে আরো দরিদ্র করেছে। দেশলে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছিল।

উক্ত সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাসুকুল ইসলাম রাজিব, বিএনপির কেন্দ্রীয় নিবর্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, আনোয়ার সাদাত সায়েম, নাদিম হাসান মিঠু, রহিমা শরীফ মায়া প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর,,সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতারণার অভিযোগে এনসিপি নেত্রী দিলশাদ আফরিন কারাগারে

সান নারায়ণগঞ্জ

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদ্য বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিনকে কারাগারে পাঠানো হয়েছে।

১১ এপ্রিল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুল হোসেন তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে জামিন আবেদন করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করে পুলিশ।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল বৃহস্পতিবার রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ফাউন্ডেশনের অর্থ পাইয়ে দেওয়ার প্রলোভনে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ টাকার বেশি হাতিয়ে নেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বুলবুল সিকদার ও রকিবুল সিকদার নামের দুজন ব্যক্তি ‘জুলাই বিপ্লবে আহত’ হিসেবে ক্ষতিপূরণের আবেদন করলে তাদের কাগজপত্র দেখে সন্দেহ হয়। ২১ মার্চ ফাউন্ডেশন কার্যালয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা আসলে আন্দোলনে আহত না হয়েও দিলশাদ আফরিনের মাধ্যমে ১০ হাজার টাকার বিনিময়ে চিকিৎসার কাগজ সত্যায়িত করান। এরপর গুরুতর আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আরও ৫০ হাজার এবং সুযোগ-সুবিধা পাইয়ে দিতে অতিরিক্ত ৩০ হাজার টাকা দেওয়া হয়।

এছাড়া জুলাই বিপ্লবে শহীদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে আড়াই লাখ টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন দিলশাদ আফরিন। আরও কয়েকজনের কাছ থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় গত ৮ এপ্রিল তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের বস্তাবন্দী তিনজনের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী সহ তিনজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে।

১১ এপ্রিল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত আঃ ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তাঁর শিশু সন্তান আব্দুল্লাহ (৪), বড় বোন স্বপ্না আক্তার (৩৫)।

আটককৃত হলেন- মো. ইয়াসিন (২৫) সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি নিহত লামিয়া আক্তারের স্বামী ও শিশু আব্দুল্লাহর বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা এখনকার স্থানীয় বাসিন্দা। গেলো ৪ দিন যাবত তারা নিখোঁজ ছিল। নিখোঁজের পর থেকে খোজ না পেলেও আজ দুপুরে নিজ বাড়ির পাশে পুকুর পাড়ের পাশে লাশের হাত দেখতে পায় ও দুর্গন্ধ বের হয়। পরে সেখানে মাটি খুঁড়ে তাদের খন্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার শুরুতে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরে নিহতের স্বজনরা এসে পরিচয় সনাক্ত করে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ শুরু করে নিহত লামিয়া আক্তারের স্বামী মো. ইয়াসিনকে আটক করে।

নিহতের বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা এতিম। তাদের বাবা-মা অনেক আগেই মারা গেছেন। আমার বোনের ছোট মেয়ে লামিয়া আক্তার প্রেম করে বিয়ে করে। সেই সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। আর লামিয়ার বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। তাই তারা কিছুদিন ধরে একসাথে বসবাস করছিল। গত ৪ দিন যাবত তারা তিনজন নিখোঁজ ছিল। আজ দুপুরে এসে তাদের লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, লামিয়ার স্বামী ইয়াসিন একজন বখাটে ও মাদকাসক্ত। তাদের সংসারে প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সোনারগাঁয়ে কাঁচপুরে আলমগীর বাদশার পরিবারকে আর্থিক অনুদান

সান নারায়ণগঞ্জ

মাদক ব্যবসার দায়ে অভিযুক্ত হয়ে র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত আলমগীর বাদশার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে তরুণ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

১১ এপ্রিল শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় আলমগীর বাদশার বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন

এ সময় নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টিএইচ তোফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তরুণ দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেল্লাল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা তরুণ দলের সভাপতি আল আমিন, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান, শ্রমিক দল নেতা হানিফ, সোনারগাঁ উপজেলা তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

এ সময় বক্তারা আলমগীর বাদশার স্মৃতিচারণ বলেন, বিগত সরকারের আমলে আলমগীর বাদশাকে র‍্যাব দ্বারা ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। আলমগীর বাদশা দলের একজন ত্যাগী নেতা ছিলেন। তিনি প্রতিটি মিটিং মিছিল অংশগ্রহণ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরে ভাবে শোকাহত ও তার আত্মার মাগফিরাত কামনা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হলো। তরুণ দলের সকল নেতৃবৃন্দ সব সময় তার পরিবারের পাশে আছি।

দুলালের দাবি সাখাওয়াত-টিপু ব্যর্থ, চাইলেন মুকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার!

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খানকে ব্যর্থ নেতৃত্ব হিসেবে আখ্যায়িত করেছেন মহানগর বিএনপির সদস্য ও বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল। একই সঙ্গে তিনি বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এখানে উল্লেখ্যযে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির কমিটি গঠনের পর হাবিবুর রহমান দুলাল সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে রাজনীতি করে আসছিলেন। কিন্তু বর্তমানে দুলাল তাদের নেতৃত্বের প্রতি অনাস্থা দেখিয়ে তাদের নেতৃত্ব নিয়ে সমালোচনা করছেন। ১১ এপ্রিল শনিবার বন্দরের এক অনুষ্ঠানে হাবিবুর রহমান দুলাল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য মো. হাবিবুর রহমান দুলাল। তিনি বলেন, “আমার পরিবার শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে। ব্যক্তির নয়, আমরা দলের রাজনীতি করি। অথচ সঠিক নেতৃত্বের অভাবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এখন বিভক্ত হয়ে পড়েছে।”

তিনি মহানগর বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পারেননি, যার ফলে সংগঠন ৬টি গ্রুপে ভাগ হয়ে গেছে।

উক্ত নেতাদের ইঙ্গিত করে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে দুলাল বলেন, নারায়ণগঞ্জে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণ ও নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।”

একইসাথে তিনি ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “নিরীহ মুসলমানদের ওপর চলমান বর্বরতা মানবতার বিরুদ্ধে অপরাধ।”

জানাগেছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ও থানা বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসাথে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় বন্দরের ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ২১নং ওয়ার্ড বিএনপি নেতা রুমেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য ও বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রিপন।

সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, মেজবা উদ্দিন স্বপন, সদর থানা বিএনপির বিদ্রোহী কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদ মেম্বার, বন্দর উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাবিল হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, মুছাপুর ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল, প্রচার সম্পাদক আলী আকবর, বশির আহমেদ, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা জাব্বার পাঠান, মো. শাহীন, বন্দর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোদাসসির রহমান আপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য স্বজন, মানিক, ২৩ নং ওয়ার্ড কৃষক দলের সদস্য নির্জন, বিএনপি নেতা মো. আক্তার হোসেন, সাবেক যুবদল সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, তৌহিদ, মহিবর, কালাম, জাকির, দেলোয়ার, আসাদ, ডালিম, হাসান মেম্বার, আনিছ, হিরন বাদশা, ইসলাম, আবু বক্কর সিদ্দিক, জনি, বাহাউদ্দিন, শাহজাহান, সফিকুল, জাহাঙ্গীর, আমান, আলী হোসেন, আব্দুর রাজ্জাক, সাফি, মোরশেদ আলম, মাসুদ, কাইয়ুম, সুলতান, পাভেল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে এনসিপি নেত্রী বহিষ্কার

সান নারায়ণগঞ্জ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানা কমিটির সদস্য পদে রয়েছেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের বিষয়টি ১০ এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়,“এই পত্রের মাধ্যমে আপনাকে যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটি-এর নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকান্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এর অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, ‘আফরিনকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের কোনো দায়িত্বে ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয়ের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।’

পুলিশের কাছে সোপর্দ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বা আমাদের সংগঠনের কেউ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেনি। তবে শুনেছি, জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

একাধিক সূত্রে জানা গেছে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

বন্দরের পঞ্চায়েত নেতা সাত্তার খন্দকারের মুক্তির দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ১নং মাধবপাশা ও কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ রনি হত্যার মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত পঞ্চায়েত কমিটি ও ১নং মাধবপাশা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজ্বী আব্দুল সাত্তার খন্দকার এর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিমু আক্তার ও তার স্বামী সদ্য মৃত রনি তার বাহিনী মিলে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। এলাকাবাসীর পক্ষে এলাকার পঞ্চায়েত কমিটি ও ১নং মাধবপাশা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার খন্দকার (৫৮) এর নেতৃত্বে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সর্তকতামূলক নানা প্রতিবাদ করে আসছে।

গত ৬ এপ্রিল তারিখে সিমু আক্তারের স্বামী মাদক ব্যবসায়ী রনি অপর আরেক ব্যবসায়ীদের হাতে খুন হয়। এতে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের না করে আমাদের এলাকার পঞ্চায়েত অভিভাবক হাজী আব্দুস সাত্তার খন্দকার এর বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করে। যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত। তাই মিথ্যা মামলা প্রত্যাহার, প্রকৃত খুনি অপরাধীদের সনাক্ত এবং গ্রেপ্তার সহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ