আড়াইহাজারে আইন শৃঙ্খলার চরম অবনতি, প্রতিরাতে চুরি ডাকাতি: মুক্তি চায় গ্রামবাসী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত ডিসেম্বর মাস ব্যাপী অনবরত চুরি ডাকাতির ঘটনায় অতিষ্ট হয়ে শুক্রবার ২ জানুয়ারী সকাল ১১টায় উপজেলার ব্রাহ্মন্দী এলাকার জনসাধারণ একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেছেন। তারা এলাকার চোর ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এলাকাবাসী জানান, গত ডিসেম্বর মাস ব্যাপি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের অনেক স্থানে বিরামহীনভাবে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখ যোগ্য ঘটনা হচ্ছে, গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের স্বর্ণকার হারধন এর বাড়ীসহ তিন স্বর্ণকারের বাড়ীতে ডাকাতির ঘটনায় চার জন গুরুতর আহত হওয়া এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নেয়া।

গত ২৩ ডিসেম্বর ব্রাহ্মন্দী ইউনিয়নের দুই ব্যবসায়ির বাড়ীতে ডাকাতির ঘটনায় ১৫ জনকে কুপিয়ে আহত করা এবং স্বর্বস্ব লুটে নেয়া। তা ছাড়া, গত এক মাসের মধ্যে ব্রাহ্মন্দী এলাকায় বিভিন্ন রাতে দানিসের বাড়ীতে, ব্রাহ্মন্দী জামে মসজিদে, অনুপ মুখার্জীর বাড়ীতে, হোসেন মোল্লার বাড়ীতে এবং মঞ্জুর হোসেনের বাড়ীতে চুরির ঘটনা ঘটিয়ে চোরেরা বৈদ্যুতিক তার, মসজিদের আই পি এস স্বর্ণালংকার, মোবাইল নগদ টাকা, সিলিং ফ্যান,টেবিল ফ্যান ,রড টিভি,পাইপ ইত্যাদী চুরি করা।

সবশেষ ১ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মন্দী গ্রামের ব্যবসায়ী উসমানের বাড়িতে সরবরাহকিত ৫০০ গজ বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরেরা। এ সমস্ত ঘটনায় অতিষ্ট হয়ে নীরিহ এলাকাবাসি তাদের জান মালের নিরাপত্তার জন্য শুক্রবার সকাল ১১ টায় এলাকার প্রতিবাদ মিছিল করেছেন ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন এবং প্রতিবাদকারীরা জানান, চোরেরা চুরি করে আবার চুরির ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা করলে সাধারণ জনগনকে আড়ালে থেকে বিভিন্ন কৌশলে হুমকী প্রদর্শণ করে। এমতাবস্থায় তারা আইন শৃংখলা বাহিনীকে স্বক্রীয় ভুমিকা পালনের আহ্বান জানান।