সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মুনির হোসাইন কাসেমী বলেছেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি ও ধানের শীষকে ভালোবাসি। আর যারা এই বিএনপিকে পরিচালনা করছেন, তারা যদি সাময়িক সময়ের জন্যও খেজুর গাছকে ভালোবেসে থাকেন, তাহলে আমিও খেজুর গাছকে ভালোবাসি। এতে আপনাদের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই।”
২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় ফতুল্লা থানাধীন কুতুবুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি ঘুরে ফিরে খেজুর গাছের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ধানের শীষ দেখতে পাই। তাহলেই বুঝি- আমি জাতীয়তাবাদী নীতি ও আদর্শে বিশ্বাসী। আর যদি খেজুর গাছের রন্ধ্রে রন্ধ্রে ধানের শীষ দেখতে না পাই, তাহলে এখনও নিজেকে বিএনপির ভালো কর্মী বলতে পারি না।”
বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের জোট প্রসঙ্গে মনির কাসেমী বলেন, “আমরা জমিয়ত ও বিএনপি এখানে বসে বসে এক হইনি। এই জোট গঠন করেছিলেন ২০০১ সালে বেগম খালেদা জিয়া। সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা একসঙ্গে দেশের ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছি, কারাবন্দী থেকেছি।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “২১ তারিখের পর যখন মার্কা পাবো, ইনশাআল্লাহ সেই মার্কা নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবো।”
তিনি আরও বলেন, “আজ আমরা এখানে দোয়া চাইতে ও দোয়া করতে এসেছি- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের রেখে যাওয়া আমানত, দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তিনি যেন দেশের দায়িত্ব নিয়ে আমাদের সহযোগিতায় দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিতে পারেন।”
এছাড়া বিএনপি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সবার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম সেন্টু, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার প্রমুখ।


