সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মাদবরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। এই ইউনিয়নের সভাপতিকে অব্যাহতি দেয়ায় পদটি শূণ্য হয়ে যাওয়ায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
১ জানুয়ারী বৃহস্পতিবার ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে নজরুল ইসলাম মাতব্বরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
জানা যায়, চলতি বছরে ২১ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনকে অব্যাহতি দেন ফতুল্লা থানা বিএনপি। তার পর থেকে এই পদ শুন্য হয়ে যায়। পরে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড বারী ভুইয়া সকলের সম্মতিক্রমে সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মাদবরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর নজরুল ইসলাম মাদবর বলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড: বারী ভূঁইয়া সহ থানা বিএনপি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সম্মান বজায় রেখে কুতুবপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে যা যা করা দরকার তাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


