মোবাইল-মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: আশরাফ উদ্দিন

সান নারায়ণগঞ্জ

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা (দাইরচা) খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী শুক্রবার আয়োজিত এই খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলার দ্বিতীয় রাউন্ড চলাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন।

খেলা উপভোগকালে শৈশবের স্মৃতিচারণ করে হাজী মোঃ আশরাফ উদ্দিন বলেন, “দাড়িয়াবান্ধা খেলা আমাদের শৈশবের সঙ্গে গভীরভাবে জড়িত। এমন আয়োজন দেখে সত্যিই আনন্দ অনুভব করছি।

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে সমাজ অবশ্যই সুন্দর পথে এগিয়ে যাবে।

ভাটিপাড়া যুব সমাজের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমি তাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশে তিনি আরও বলেন, “গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। আমি নির্বাচিত হলে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করবো।

খেলাটি দেখতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমায়। ঐতিহ্যবাহী এই খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের শেষপর্বে আয়োজক যুব সমাজের সদস্যদের ধন্যবাদ জানিয়ে হাজী মোঃ আশরাফ উদ্দিন বলেন, “এই আয়োজন প্রমাণ করে আমাদের যুব সমাজ সচেতন ও দায়িত্বশীল। তাদের পাশে আমি সবসময় থাকবো।