ওসমান পরিবারের সন্ত্রাসীদের আইনের আওতায় আনুন: যুবদল সভাপতি মুন্না

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অসহায় গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে এসে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আওয়ামীলীগের ওসমান পরিবারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেছেন, এই নারায়ণগঞ্জে সন্ত্রাসী বাহিনী শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা যে অন্যায় অত্যাচার করেছে, গুণ্ডামি করেছে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কেউ পারবে না। নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে দাবি জানাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সহযোগী সন্ত্রাসী, ক্যাডার বাহিনী এখন যারা বিভিন্নভাবে নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে কবে।

২১ মার্চ শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ফতুল্লা থানাধীন মাসদাইর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী, অসহায় এবং সামর্থ্যহীন আড়াই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

মোনায়েম মুন্না তার বক্তব্যে আরো বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা চলবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন এবং জনগণের অধিকার আদায়ের জন্য নির্বাচন চাচ্ছি।

তিনি বলেন, যখন কেউ জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাকে জবাবদিহি করতে হয়। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের সুযোগ দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব। জনগণের কষ্ট বাড়ানোর কোনো কাজ করা হবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ প্রমুখ।

এ সময় ২,৫০০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে প্রতিবন্ধী, অসহায় ও সামর্থ্যহীন মানুষদের সাহায্য প্রদান করা হয়।

খোরশেদের কারাজীবন: ৪ মাস ফাঁসির সেলে বন্ধি, ৪০ হাজার টাকায় দুটি মশার কয়েল!

ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ

স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ সরকারের আমলে ব্গিত সাড়ে ১৫টি বছর কি অসহনীয় নির্যাতন চলেছে সেই নির্যাতনের খন্ডচিত্র তুলে ধরেছেন রাজপথের অকুতোভয় এক নির্যাতিত নিপীড়িত সৈনিক, শত হামলা মামলা জেল জুলুমের শিকার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪বারের নির্বাচিত কাউন্সিলর এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি।

তার জীবনের গত সাড়ে ১৫টি বছরের বেশির ভাগ সময় কেটেছে বাড়িছাড়া বনবাদারে নয়তো জেলখানায়, নতুবা আত্মগোপনে। রাজপথ থেকে একাধিকবার গ্রেপ্তার হয়ে মাসের পর মাস জেল খেটেছেন তিনি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পূর্বে তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলির নির্দেশ ছিল পুলিশের। দুঃসহ সময়গুলোর একটি অংশের চিত্র ফুটিয়ে তুলেছেন তার ফেসবুক ওয়ালে। সেখানে তিনি কারাগারে মশার কামড় থেকে বাঁচতে দুটি মশার কয়েল কিনতে ৪০ হাজার টাকার কথাও তুলেছেন।

২০ মার্চ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই চিত্র তুলে ধরেছেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আগামীর কর্ণধার।

তিনি লিখেছেন, ‘আজ ২০ শে মার্চ। (২টা মশার কয়েলের দাম ছিল ৪০ হাজার টাকা)।
২০১৮ সালের এইদিনে আদর্শ স্কুলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের সময় ডিবি ও ফতুল্লা থানা পুলিশ আমাকে গ্রেপ্তার করে হাতকরা লাগিয়ে কোর্টে আনে। আমাকে গ্রেপ্তারের সময় পাশের স্কুলে (আমার মায়ের নামে প্রতিষ্ঠিত কিন্তু আমাদের স্কুলের কোন অনুষ্ঠানে দাওয়াত করা হতো না বিএনপি করি বলে)। শামীম ওসমান সেই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছিলেন, লোক মুখে শুনেছি সেখানেই নাকি স্থানীয় ২জন ওয়ার্ড আওয়ামীলীগ নেতার সুপারিশে আমাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। আমি তখন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি করপোরেশন কাউন্সিলর।’

‘অভিযোগ ছিল আমি নাকি বাকশালীদের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটক্তি করেছি। কিন্তু একরাত ফতুল্লা থানার হাজতে থাকার পরে ৫টা পেন্ডিং মামলায় কোর্টে চালান করা হলো। এবারের গ্রেপ্তারের পরে আমাকে আরো ১০টা মামলায় এরেস্ট দেখানো হয়। নারায়ণগঞ্জের সদর থানা, ফতুল্লা থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁও থানায় রিমান্ডে নেয়া হয়। সদর থানার ৩ দিনের রিমাণ্ডে থাকার সময় ২টা মশার কয়েল কিনতে হয়েছিল যে ওসি (অপারেশন) কে ৪০ হাজার টাকা দিয়ে, সেই ওসিকে সম্প্রতি টেলিভিশনে দেখলাম পার্শ্ববর্তী জেলার এক থানায় অফিসার ইনচার্জ হিসাবে। ৫ বার জেল গেটে গ্রেপ্তার করে আরো ৫ মামলায়। মোট ২০ মামলায় ৪ মাস কারাগারে থাকতে হয়েছে। পুরো ৪ মাস ফাঁসির সেলে বন্ধী ছিলাম ‘

‘জেলগেটে গ্রেপ্তার এড়াতে হাইকোর্ট থেকে নো এরেস্ট, নো হেরেস্ট অর্ডার এনে কোরবানি ঈদ, স্বাধীনতা দিবস সহ আরো কয়েকটি জাতীয় দিবস কারাগারে কাটিয়ে ৪ মাস পরে মুক্তি পাই। তবে এবারের জেল সফরে বড় একটা অর্জন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ভাইয়ের সাথে বিশেষ সখ্যতা ও কিছু কাজ করার, যা আরেকদিন লিখবো ইনশাআল্লাহ। এখন যখন নিয়মিত টেলিভিশনে পত্রিকায় দেখি আওয়ামী লীগের মন্ত্রীদের হাতকড়া পড়িয়ে কোর্টে আনে তখন মনে কিছুটা শান্তি লাগে। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।’

দলের নাম ভেঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করলে দলীয়ভাবে ব্যবস্থা: টিটু

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ আহত ছাত্রদল নেতাদের সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার দেলপাড়া মির্জা বাড়ির মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, সহ-কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাঈমুর রনক, কুতবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আকতার মোল্লা, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, ছাত্রদল রানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দীল মোহাম্মদ দিলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম আনিস, কুতুবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: জামান, বিএনপি নেতা দুলাল ভূইয়া, যুবদল নেতা মাহাবুব হোসেন, মাকসুদুল ইসলাম লিখন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা রানা মোল্লা, হাসিবুল ইসলাম হাসিব, আরাফাত ইসলাম জয়, জুবায়ের মোল্লা, মোঃ সিয়াম, মোহাম্মদ সাইদুল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু বলেন, তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে। দলের নাম বিক্রি করে কেউ চাঁদাবাজি, জবরদখল সহ অপরাধ কর্মকান্ড করলে তাকে কোনভাবে ছাড় দেয়া হবে। কেউ যদি দলের নাম ভেঙে সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল করে থাকে তাকে দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে। এমনকি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক ভাবে সাবধান করে বলে দিতে চাই এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান আমাদের নেতা তারেক রহমানের হার্ডলাইনে কারো অস্তিত্ব থাকবে না।

সোনারগাঁ থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ বৃস্পতিবার বিকেলে উদ্ধবগঞ্জ বটতলা এলাকায় অবস্থিত সোনারগাঁ থানা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব উপদেষ্টা দৈনিক কালের কন্ঠ পত্রিকা আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সভাপতি খাইরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য প্রিন্সিপাল ড মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসেন শওকত, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল শাহজাহান ও আমির হোসেন মেম্বার প্রমূখ।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য পেশ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে সকলের মধ্যে ঐক‍্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন প্রিন্সিপাল ড মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

এ সময় সোনারগাঁ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক শাহজালাল,
সদস‍্য মীমরাজ হোসেন, ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজধানীতে পথচারীদের নিয়ে তৈমূর আলমের ইফতার ও সিহরী

সান নারায়ণগঞ্জ

রাজধানী ঢাকায় পথচারীদের নিয়ে ইফতার করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ড. তৈমুর আলম খন্দকার। ড. তৈমূর আলম খন্দকার নিজ হাতে ইফতার ও সিহরী বিতরণ করেন।

২০ মার্চ বৃহস্পতিবার অসহায়, হতদরিদ্র, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে সমাজের নিন্ম শ্রেণি থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত সকলকে এক কাতারে রাস্তায় বসে ইফতার ও সেহরী খাইয়েছেনর ড. তৈমূর আলম খন্দকার।

সোনারগাঁয়ে তারেক রহমানের পক্ষে মান্নানের নির্দেশে মাসুম রানার ঈদসামগ্রী ও চাল বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারাগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের দেড় হাজার গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আরো শতাধিক প্রতিবন্ধি পরিবারের মাঝে এক বস্তা করে চাল বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় থেকে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক মাসুম রানার উদ্যোগে এসব ঈদ সামগ্রী ও চাল বিতরণ করা হয়।

২০ মার্চ বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের অসহায় গরীব ও প্রতিবন্ধিদের এসব ঈদ সামগ্রী ও চাল ব্তিরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আওয়ামী ফ্যাসিবাদের মতো পুলিশী রাষ্ট্র আমরা চাই না: পারভীন আক্তার

সান নারায়ণগঞ্জ

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, ধর্ষণ মহামারী রূপ নেওয়ায় ধর্ষণকারীদের সনাক্ত করে প্রকাশ্যে বিচারের দাবী জানাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গণতন্ত্র হুমকীর মুখে পড়ছে। দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসররা।

১৯ মার্চ বুধবার আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যোগে আড়াইহাজার বাজারের আশিক সুপার মার্কেটে আয়োজিত এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেছেন পারভীন আক্তার। বিএনপির চেয়াপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য কামনায় ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

পারভীন আক্তার আরও বলেন, নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন দেশবাসী। আমরা আওয়ামী ফ্যাসিবাদের মতো পুলিশী রাষ্ট্র চাই না। আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবেন দেশের জনগণ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজী সন্ত্রাসী ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন, তাদের তালিকা প্রস্তুতের মাধ্যমে ইতিমধ্যে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার
উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

ফতুল্লায় প্রতিশোধ নিতে শিশুকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ২

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবার ওপর প্রতিশোধ নিতে তার ৭ বছরের শিশু পুত্র মুস্তাকিনকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ মার্চ বুধবার জেলা ও ফতুল্লা মডেল থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ফতুল্লা থানার লামাপাড়া দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন সালাম মিয়ার ভাড়াটিয়া ওবায়েদউল্লাহ বাবুর ছেলে তানজিল (২৪) এবং একই বাড়ির ভাড়াটিয়া মৃত ফরজুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ ওরফে শাহ আলম (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা ও নিহত শিশুর পরিবার পাশাপাশি ভাড়া বাসায় বসবাস করতো। একটি মোবাইল নিয়ে তানজিলের সঙ্গে নিহত শিশুর বাবা হাশিম মিয়ার ঝগড়া হয়। এতে তানজিল ক্ষিপ্ত হয়ে তার সহকারী নুর মোহাম্মদ ওরফে শাহ আলমকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ফতুল্লা ডিআইটি মাঠ থেকে ৪৫০ টাকা দিয়ে একটি সুইচ গিয়ার কেনে তারা। এরপর তানজিল প্রথমে মুস্তাকিনকে ২০ টাকা দেয় এবং চিপস কিনে দিয়ে অটোরিকশায় করে ফতুল্লা গুদারাঘাট হয়ে কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় নিয়ে যায়।

সেখানে বাইতুল জান্নাত জামে মসজিদের পেছনে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে শিশুটির মুখে কস্টটেপ পেঁচিয়ে মাটিতে শুইয়ে দেয় নুর মোহাম্মদ। এরপর তানজিল তার সঙ্গে থাকা সুইচ গিয়ার দিয়ে শিশুটিকে একাধিকবার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলেই ফেলে রেখে লামাপাড়ায় নিজ বাসায় ফিরে যায়।

শিশুটিকে না পেয়ে তার পরিবার নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং করে। ওই সময় আসামিরাও নিজেদের সন্দেহ এড়াতে মাইকিংয়ে অংশ নেয়।

এরপর দু’তিন দিন পর আসামিরা তাদের নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে চলে যায়। ঘটনার ১৩ দিন পর ১৮ জানুয়ারি দুপুরে লোকমুখে জানতে পেরে কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরিচয় না পাওয়ায় শিশুটির লাশ অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়।

পরবর্তীতে ২০ জানুয়ারি কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। অন্যদিকে শিশুটির বাবা ৬ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে সন্তানের সন্ধান না পেয়ে ১৪ ফেব্রুয়ারি তিনি ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তে নেমে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের ৭২ দিন পর ১৮ মার্চ সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সামনে থেকে নুর মোহাম্মদ ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করে। পরে দুপুর ১২টার দিকে একই জেলার ফুলবাড়িয়া থানার কাচিজোড়া এলাকা থেকে তানজিলকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে ফতুল্লা থানার লামাপাড়ায় তানজিলের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ারটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, শিশুটির বাবার ওপর প্রতিশোধ নিতেই তাকে অপহরণ করে নদীর ওপারে কেরানীগঞ্জ থানার কাওটাইল এলাকায় নিয়ে হত্যা করা হয়। পরে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করলেও পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করে এবং পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

তিনি আরও জানান, ফতুল্লা থানায় প্রথমে শিশুটির বাবা নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে অপহরণ মামলা দায়ের করা হয়। তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে ময়মনসিংহ থেকে তানজিল ও নুর মোহাম্মদ ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে নিহত শিশুর পরিবার থানায় গিয়ে পুলিশের কাছে থাকা জামা-কাপড় দেখে নিহত মুস্তাকিনের পরিচয় নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শীতলক্ষ্যা নদীতে ৬টি নৌযানকে জরিমানা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী ৬টি নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ থেকে রুপসী এলাকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। এ সময় বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক নাহিদ হোসেন, পরিদর্শক হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এবং নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

পরিদর্শক হাফিজুর রহমান জানান, অভিযানকালে ১০-১৫টি নৌযান পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি নৌযানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফতুল্লায় তর্কের জেরে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। ১৮ মার্চ মঙ্গলবার রাতে ফতুল্লার লামাপাড়া দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারসহ ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাল্লক চিশতি এর ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। আটককৃত মো. আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরগাহ মসজিদের সামনে গ্রেফতারকৃত আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। ঘটনার সময়, শাহিন ইফতারের পর রাত পৌনে ৮টার দিকে দোকান থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, দোকানে থাকা ব্যাটারি চুরি হয়ে গেছে। এ সময় দোকানের সামনে জিহাদসহ আরও দুই কিশোর দাঁড়িয়ে ছিল। ব্যাটারি চুরির ঘটনায় সন্দেহের ভিত্তিতে আরমান তাদের জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে আরমান ক্ষুব্ধ হয়ে বাসা থেকে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, এই ঘটনায় স্থানীয়রা আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ