নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীতে বিএনপির আইনি সহায়তা সেল গঠন

সান নারায়ণগঞ্জ

নির্যাতনের শিকার নারী ও শিশুদের সহায়তায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ গঠন করা হয়েছে। বিএনপি সমর্থিত ৪ জন আইনজীবীদের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার প্রধান ও এ্যাডভোকেট আছমা হেলেন বিথীর সমন্বয়ে জেলা ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং মহানগরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও এ্যাডভোকেট সামছুন নাহার বাঁধনকে মনোনিত হয়েছে।

সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হচ্ছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এ সেল নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার তথ্য সংগ্রহ করবে।

বন্দরের ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভা

সান নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন বন্দর উপজেলার অন্তর্ভূক্ত ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

রবিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় ধামগড় ইউনিয়ন পরিষদের মাঠে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগরের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার মত ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে আর হবে না: সজল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমার নেতা তারেক রহমান সুদূর লন্ডনে বসে আমাদের যে ৩১ দফা সেটা হলো রাষ্ট্র সংস্কারের জন্য। এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য ৩১দফা । কারণ যে বর্তমানের এই অন্তবর্তী সরকারের যে ছাত্র সমাজের যে যারা প্রতিনিধিত্ব করেন তারা বলেন যে তারা সংস্কার চায় । সংস্কার তো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার পরবর্তীতে দেশে সংস্কার এনেছিলেন। আমাদের নেত্রী খালেদা জিয়া ৯০ তে ক্ষমতায় এসে দেশের সংস্কার করে ছিলেন। পরবর্তীতে আমাদের নেতা দেশ নয় তারেক রহমান লন্ডনে বসু দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য তিনি ২০২৩ সালের নতুন করে আবারো দেশকে সংস্কারের উদ্যোগ নিয়ে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা করেন। আগামীতে রাষ্ট্র ক্ষমতা কিভাবে দেশ পরিচালনা হলে কিভাবে এদেশের জনগণ লাভবান হবে। এদেশে নতুন করে কোন অপশক্তির মত উত্থান হতে না পারে। শেখ হাসিনার মত মানুষকে খুন গুম হত্যা করে ক্ষমতায় চিরস্থায়ী টিকে থাকার চেষ্টা সেই চেষ্টা যাতে না করতে পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে। একদল দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেনা। তাই বলতে চাই আগামী দিনে ফ্যাসিবাদী দোসর হওয়ার দুঃস্বপ্ন বিএনপি যেভাবে পরিকল্পনা করে বাংলাদেশে কোন রাজনৈতিক দল সেই পরিকল্পনা অনুযায়ী চললে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে। তাহলে শেখ হাসিনার মতন ফ্যাসিবাদের উত্থান আর বাংলাদেশে হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন বন্দর উপজেলার অন্তর্ভূক্ত ধামগড় ইউনিয়ন যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

রবিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় ধামগড় ইউনিয়ন পরিষদের মাঠে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগরের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলেছেন আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে আপনারা মানুষের কাছে যান, মানুষের হৃদয় জয় করেন, মানুষের মনের ভাষা মানুষকে বলতে চাই তাদের কথা শুনুন। তাহলেই আপনি রাজনীতি করতে পারবেন ।না হলে কিন্তু আপনি রাজনীতি করতে পারবেন না। আগামীতে যারা যুবদলের নেতৃত্বে আসবেন আমরা কিন্তু পরীক্ষা করে কষ্টিপাথরের যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে আমরা পাঁচই আগস্টের আগে যারা আমাদের সাথে রাজপথে ছিল তাদের মাধ্যমে নেতৃত্ব হবে। ৫ তারিখের পরে যারা এসেছেন তারা নেতৃত্বে পাবেন না ।হয়তো দলকে যদি ভালবেসে থাকেন দলের পিছনে কর্মীদের নেতাদের পিছনে কর্মী হয়ে থাকতে হবে। কিন্তু অন্য কোন আওয়ামী ফ্যাসিবাদী শক্তির দোসর হলো যুবদলের জায়গা পাবেন না।

তিনি বলেন, বাংলাদেশে ১০০ ভাগ লোকের ভিতরে হয়তো বিগত নির্বাচনে দেখা গিয়েছে ৩৩% লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছে আর ৩১% লোক বিএনপিকে ভোট দিয়েছে। তাহলে ৩৩ আর ৩১ হলো ৬৪% জনগণ। আর বাকী লোকজন কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত থেকে ভোট দেয়। আর বাকি মানুষগুলি অন্যান্য ইসলামী দল বা বিভিন্ন সংগঠনের যে সমর্থক আছে তার পার্সেন্টেজ অতি কম । আমার মনে হয় বাংলাদেশের ৩৫ থেকে ৪০ ভাগের লোক যারা সাধারণ জনগণ যারা কোন দলকে সরাসরি সমর্থন করে না যারা ভাল কাজ করে তাদেরকে ভোট দেয় আমরা। আমাদের যারা দলের নেতাকর্মীর আছেন আপনারা কই ভোটের ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন। আর বুঝাবেন যে ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের অর্থনীতিকে গত সাড়ে ১৫বছরে ধ্বংস করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ।বাংলাদেশের চাকরির বাজার কে ধ্বংস করেছে । তারা এ দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। লোকজনকে বেশি টাকা দিয়ে লোকজনকে বিদেশে পাঠিয়ে কি অমানসিক কষ্টের ভিতর রেখেছে। বিভিন্ন দেশে তারা কাজ করছে সেই সব কর্মকাণ্ড গুলো এই আওয়ামী লীগ প্রতিবাদী শক্তি করেছে । তাদের জনগণ তাদেরকে পথ প্রাকৃত করেছে পৃথিবীর কোথাও পরাজিত শক্তি যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের জনগণের মাঝে কোনোদিন ফিরে আসতে পারে নাই বাংলাদেশের। স্বৈরাচারী সরকার গণকপুর থানার মাধ্যমে পতন হওয়ার পর কোনদিন তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল না তারা সবসময় করে দল চালিয়েছে । কাগজ পর্যন্ত যে আন্দোলন করেছে সেই আন্দোলনে বাংলাদেশের ২০০০ এর উপরে বাংলাদেশের জনগণকে হত্যা করেছে সেই হত্যার মাধ্যমে সে হত্যার মধ্যে সাধারণ শিশুরাও ছিল নারায়ণগঞ্জ।

তিনি আরও বলেন, ৫ আগস্টের এই আন্দোলন সংগ্রামের শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৫৮৪ জন লোক শহীদ হয়েছেন ।সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মানুষ ভালবাসতে চায় কিন্তু আমাদের দলের নাম ভাঙ্গিয়ে কিছু লোকজন যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যে এই অপকর্ম করে বিএনপির ক্ষতি করছেন আপনাদের পরিণত কিন্তু ভালো না । কেউ ক্ষমার উপরে নয় তারেক রহমান প্রত্যেকটি জিনিস গুলি অবদান করছেন। প্রত্যেকটি কর্মকাণ্ডের বিরুদ্ধে উনি নজর দিচ্ছেন উনি দেখছেন তার কবর কতটুকু অপরাধ দেখেছেন বাংলাদেশ একমাত্র বিএনপি বাংলাদেশের যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করছেন। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম আমরা যে সাড়ে ১৫ বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বলতে চাই আমরা আপনাদের হৃদয় থাকতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই ।আপনাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা পৌঁছে দিতে হবে। যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মা বোনদের বলবেন ভাইদের বলবেন মুরুব্বিদের বলবেন আমাদের একত্রিশ আমার মধ্যে কি আছে আমাদের একত্রিশ তফাৎ এদেশের মানুষের কতটুকু কল্যাণের জন্য। সামনে হয়তো আরো আন্দোলন করতে হতে পারে আপনারা যুবদলের নেতা কর্মীরা সবসময় প্রস্তুত থাকবেন কারণ। ভোট দিতে চাই বাংলাদেশের জনগণ বিগত ১৫ বছর কোন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই। সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি আপনাদের হৃদয়ে অবস্থান নিয়ে থাকতে চাই। আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের হৃদয়ের বন্ধনে আবদ্ধ থাকতে চাই।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুবায়ের আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে শিশু ধর্ষণচেষ্টা মামলার ভিকটিমের পক্ষে আইনি সেবায় অ্যাডভোকেট বিথি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় ধর্ষণের চেষ্টা মামলার ভিকটিমের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক গঠিত নিপীড়িত নারী ও শিশুদের আইন সহায়তা সেল (নারায়ণগঞ্জ জেলা) এর সদস্য অ্যাডভোকেট আসমা হেলেন বিথি।

১৬ মার্চ রবিবার ৪ বছরের শিশুটিকে ২২ ধারার জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হলে শিশুটির পরিবারের পাশে আইনজীবী হিসেবে উপস্থিত থেকে সব ধরনের আইনি সহায়তা প্রদান করেন অ্যাডভোকেট আসমা হেলেন বিথি। শিশুটির জবানবন্দীর শেষে শিশুটিকে পরিবারের কাছে যথাযথভাবে বুঝিয়ে দেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতৃক গঠিত নিপীড়িত নারী ও শিশুদের আইন সহায়তা সেল (নারায়ণগঞ্জ জেলা) এর সদস্য অ্যাডভোকেট আসমা হলেন বিথি জানান, ধর্ষণ চেষ্টা মামলার ভিকটিম শিশুটির পরিবার আমার সাথে যোগাযোগ করে আইনগত সহায়তা চাইলে আমি পরিবারের সাথে সাক্ষাৎ করি এবং তাদেরকে সব রকম আইনি সহযোগিতা প্রদান করি এবং ভবিষ্যতে সকল প্রকার আইনি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করি।

উল্লেখ থাকে যে, গত ১৩ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ৪ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা পোশাককর্মী। চাকরির সুবাদে তারা বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করছিলো। এ সময় তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে কৌশলে এক রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এ সময় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে যাওয়ায় বাচ্চাটি রক্ষা পায়। রাতে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে ধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে

পিরোজপুরে ৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী, ২’শ প্রতিবন্ধিকে বিএনপির চাল বিতরণ

সান নারায়ণগঞ্জ

পবিত্র পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নে চেঙ্গাকান্দি গ্রামে নিম্ন আয়ের ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং ২’শ প্রতিবন্ধী মানুষের মাঝে এক বস্তা করে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসাইন সহ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম রানা।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া

সান নারায়ণগঞ্জ

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার বিকেলে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো: শরিফুল ইসলাম বলেন, আমি আপনাদের পাশে আছি, আপনারাও যদি আমার পাশে থাকেন তাহলে ফতুল্লা থেকে চিরতরে মাদক, কিশোর গ্যাং, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন নির্মুল করা সম্ভব। আশা করবো সুন্দর ফতুল্লা এলাকা গঠনে আমরা সম্মেলিতভাবে হাতে হাত রেখে এগিয়ে যাবো।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে দেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হামিদুর রহমান চৌধুরী, ফতুল্লা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভূঁইয়া, সমাজ সেবক মোবারক হোসেন চৌধুরী হান্না, শাহানুর ইমাম বাবুল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনুদ্দিন, মাসদাইর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম প্রধান, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাজি সৈয়দ ওবায়দুল উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ সভাপতি পিঁয়ার চান, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আঃ আলীম লিটন প্রমুখ।

ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, নিবাহী সদস্য মোঃ আবু সাঈদ।

দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা ইকবাল হোসেন।

সর্বস্তরের অংশগ্রহণে সোনারগাঁও কাঁচপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় কাঁচপুর ইউনিয়ন সাধারণ জনগণকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৬ মার্চ রবিবার বিকেলে কাঁচপুর এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রোমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান, তাইজুল ইসলাম সরকার, হাজী মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন কাঁচপুর ইউনিয়ন বিএনপি নেতা হানিফ, জসিম, জুয়েল, ইকবাল, ইমরান, ফারুক, আব্দুর রব সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লার কুতুবআইল এলাকাবাসীর দোয়া ও ইফতার

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বৃহত্তর শিবু মার্কেট অঞ্চলের কুতুব আইল, কায়েমপুর, লামাপাড়া, লামাপাড়া, নয়ামাটি ও কুতুবপুর এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব।

শুক্রবার (১৪ মার্চ, ১৩ রমজান) জামিয়া আরবিয়া হাজী সাইজুদ্দীন মাদ্রাসা মাঠ মাদ্রাসার এতিমখানার ছাত্র ও সাধারণ মানুষকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো ও শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান শ্যামলের সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন খোকান ও মহানগর তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান রবিনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার, খায়রুল কবির মুন্না, বিএনপি নেতা রাসেল প্রধান, সাদেকুর রহমান সাদেক, যুবদল নেতা আব্দুল হক, মীর জনি, শাহাদাৎ হোসেন, কামাল হোসেন, এড. সাদ্দাম হোসেন, এড. শামীম মিয়া, সাজ্জাদ হোসেন, শাকিল, নাজমুল হক, মো. রবিন, ফজলে রাব্বি, আতাউর রহমান, আব্দুল আহাদ, আব্দুল হক, হাফিজুল ইসলাম, বাবু, জেলা যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন,রুবেল কিবরিয়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি সাগর সিদ্দিকী, সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: রাজীব

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেছেন, সাধারণ মানুষের জন্যই বিএনপির রাজনীতি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে ইফতার মাহফিলের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। তার এই অংশ হিসেবে আজকে মাদ্রাসার এতিম ছাত্র ও এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমাদের আজকের ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়গঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকে যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিএনপি যারা করে তাদের মূল উদ্দেশ্যটা হলো এদেশের মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখা। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ। আমরা যারা নারায়ণগঞ্জে বসবাস করি আমাদের কাছে সবার আগে হলো নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জের মানুষ। নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে আমাদেরকে নিয়োজিত রাখতে হবে তাদের বিপদ-আপদে আমাদেরকে পাশে থাকতে হবে এবং তাদের আশা আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে। এমন একটি সুন্দর নারায়ণগঞ্জ তৈরি করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যার যার স্থান থেকে দলীয় নির্দেশনা মেনে দায়িত্ব পালন করতে হবে।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বৃহত্তর শিবু মার্কেট অঞ্চলের কুতুব আইল, কায়েমপুর, লামাপাড়া, লামাপাড়া, নয়ামাটি ও কুতুবপুর এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

শুক্রবার (১৪ মার্চ, ১৩ রমজান) জামিয়া আরবিয়া হাজী সাইজুদ্দীন মাদ্রাসা মাঠ মাদ্রাসার এতিমখানার ছাত্র ও সাধারণ মানুষকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আর আপনারা সবাই জানেন দীর্ঘ শতটি বছর এদেশে একটি স্বৈরশাসক ছিল। তারা বাংলাদেশের মানুষকে যে রাজনীতি উপহার দিয়ে গেছে সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। উপহার এই হিসাবে বললাম মানুষকে তার চরিত্রহীন করতে, মানুষকে জুলুমবাজ করতে, সরকারি যে অর্থ লুটেপুটে খাওয়ার যে ট্রেডিশনাল তারা তৈরি করেছিল সেটা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন কাজ। সুতরাং এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কর্মকান্ডমের মাধ্যমে। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের যে আস্তা ছিল তা পরিপূর্ণ হবে। যারা এই এলাকার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি স্পষ্ট বার্তা আপনারা মনে করেন না যে আপনাদেরকে কেউ লক্ষ্য করছে না। আপনাদেরকে কিন্তু এলাকার জনগণ অবশ্যই লক্ষ্য করছে কারণ আপনারা এই এলাকার বিএনপি প্রতিনিধি। আপনাদের কর্মকাণ্ডের উপরে কিন্তু বিএনপির ভাবমূর্তি নির্ভর করে। সুতরাং এমন কোন কর্মকান্ড নিজেরা তো করবেনই না কাউকে করতেও দিবেন না। আর যদি না পারেন তাহলে আপনাদেরকে জাতীয়তাবাদী দল করার কোন প্রয়োজন নাই। আপনাদেরকে অবশ্যই অন্যের প্রতিবাদকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের ভালোবাসা অর্জনের চেয়ে বিকল্প কোন রাস্তা নাই। সুতরাং বিনীয় হবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকবে। সৎ কর্মকাণ্ড করবেন মানুষের সাথে মিশবেন। তাহলে নারায়ণগঞ্জের মানুষ আপনাদেরকে সম্মানের জায়গায় রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে । আমাদের নামে ও আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ও অংশের নেতাকর্মীদের নামে দেখা যাচচ্ছে যে ওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নামধারী মানুষ ফোন দিয়ে এমুক ভাই বলেছে বলে বিভিন্ন জায়গায় ও ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের কাছে চাঁদা দাবি করছে জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে। আজকে আমার নাম বলে এক ছেলে কয়েক জায়গায় বলেছে যে প্রোগ্রাম করবে এই বলে তার বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছে। অথচ আমি এর কিছুই জানিনা। ৩-৪ জনের কাছে বলার পরে তারা আমার কাছে সরাসরি বলেছেন। পরে আমি খোঁজখবর ও ওই ছেলের মোবাইল নাম্বারের আইডিটি চেক করে দেখি ওই ছেলে ছাত্রলীগের কর্মী ছিল। তাকে বারবার ফোন করা হয়েছে তখন তিনি ক্ষমা চেয়েছে এবং তিনি বলেছেন যে আমার মা অসুস্থ তার জন্য আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি। তখন আমি তাকে বলেছি তুমি এই ধরনের কোন অন্যায় অপকর্ম করো না আবার এমন এটা করা যাবে না। যেহেতু সে তার অসুস্থ মায়ের নাম বলেছে তার জন্য তাকে আমরা বলেছি এরকম আর নাম বিক্রি করে যাবে না এটা অন্যায় তুমি আর এই ধরনের কোন কাজ করবা না। আমাকে বদনাম করেছে কিন্তু মার নাম বলাতে আমি তাকে মাফ করে দিলাম। আর ভবিষ্যতে এ ধরনের কোন কর্মকাণ্ড কর না। সুতরাং এই ধরনের যারা ষড়যন্ত্রকারী এবং দুষ্কৃতকারী অন্যায়কারী সমাজে কিন্তু অনেক আছে। সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই ধরনের কোন ঘটনা আগামীতে ঘটে তলে অবশ্যই আমাদেরকে সাথে সাথে এটা জানাবেন। এই ধরনের কোন অপকর্ম করার জাতীয়তাবাদী দলে কোন সুযোগ নাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল থেকে শুরু করে যত অঙ্গসংগঠন রয়েছে আমাদের যারা যেন মানুষের বিন্দু পরিমাণ কষ্ট না পায়। যদি কেউ এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান শ্যামলের সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন খোকান ও মহানগর তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান রবিনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ এলাকার স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফতুল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সান নারায়ণগঞ্জ

ফতুল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে ফতুল্লা প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা জামায়াতে ইসলামীর আমীর (দক্ষিণ) মাওলানা নাসির উদ্দিন, আমীর (পশ্চিম) নুরুল হক, সেক্রেটারি জেনারেল (পশ্চিম) মাওলানা আ. করিম, সেক্রেটারি জেনারেল (দক্ষিণ) হাফেজ মো. এনামুল হক, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আ. রহিম, সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, সহ-সভাপতি পিয়ার চাঁন, যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো. সোহেল, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক মাসুদ আলী, কার্যকরী সদস্য সেলিম হোসেন, রাশেদুল ইসলাম, আরিফ হোসেন, সোহেল রানা, মোকলেসুর রহমান তোতা, রাহাত হোসেন, মামুনুর রশীদ মুন্না, সাব্বির আহমেদ, শফিকুল ইসলাম।

সর্বশেষ সংবাদ