ফতুল্লার বক্তাবলীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বিকেলে বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগর এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। সুতরাং ৫ আগস্ট বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে সেই আওয়ামী লীগের কোনো স্থান হবে না।’

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের ভেতরে অনৈক্য তৈরি হলে সেখানে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে। এখন যে পরিবেশ, পরিস্থিতি রয়েছে, সেখানে রাজনৈতিক ঐক্য থাকা জরুরী। কারন বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী শক্তি ও তার দোসরেরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। বাংলাদেশের নেতৃত্ব আগামী দিনে যার হাতেই যাক না কেন, একটি সুন্দর রাজনৈতিক ব্যবস্থা এদেশে প্রয়োজন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়া অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদ, নারায়ণগঞ্জের সংগঠক তানজিম, জুবায়ের হোসেন তামজিদ, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

 

রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে মহানগর জামায়েত ইসলামীর ইফতার

সান নারায়ণগঞ্জ

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সম্মানে নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক নিরব রায়হান, মহানগর আহবায়ক মাহফুজ খান, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি অমিত হাসান প্রমুখ।

এসময় বক্তারা জামায়াতে ইসলামী এর প্রশংসা করে বলেন, “অতীতের ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও জুলুম থেকে আমরা কেউই রেহাই পাইনি, তুলনামূলকভাবে জামায়াতের উপর অত্যাচারের মাত্রা বেশি ছিলো। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো এবং জুলাই বিপ্লব এর স্পিরিটকে নষ্ট হতে দিবোনা।’

এতিম শিশুদের নিয়ে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগে ৪ শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল করেছেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি।

২২ মার্চ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকায় অবস্থিত জান্নাত কনভেনশন সেন্টারে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মশিউর রহমান সাকির, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাজু, সাধারণ সম্পাদক ধঞ্জয় কুমার জয়, শাহেন সরকার, সাদেজা মুন্নি, আবু সিদ্দিক নূর, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

বিভিন্ন মাদ্রাসার ৪ শতাধিক এতিম শিশুর নিয়ে ইফতারের আয়োজন করা হয়। এ সময় দিদার খন্দকার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ বিষয়ে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকার বলেন, মাদ্রাসার এতিম শিশুদের সাথে ইফতার করে মহান আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। সেই লক্ষ্যে চার শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছি।

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ও আওয়ামীলীগ নেতা সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ মার্চ শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমি দখল, বালু ভরাটসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দুর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক এবং ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সেলিম রেজা এলাকা ছাড়া ছিল।

এদিকে, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, ‘অপারেশন ডেভিলহান্ট অভিযানে সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমাণ্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

সোনারগাঁয়ে ৩ হাজার এতিম শিক্ষার্থী ও সর্বস্তরের অংশগ্রহণে বিএনপির ইফতার

সান নারায়ণগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ হাজার এতিম শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার সোনারগাঁও মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া মাসুম, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, পীর মোহাম্মদ পিরু, ডাক্তার মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শহিদ সরকার, আব্দুর রহমান সরকার, আবু বকর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির কোষাধক্ষ মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, আলী নুর, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, মোরশেদ মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা, কাউসার সহ আরো উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সোরহাব প্রধান, সহ-সভাপতি, ছামাদ মেম্বার, ইঞ্জিনিয়ার সামসুল হক, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তমিজ উদ্দিন, হাসান রিয়াজুল, শাহিনুর, রিপন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম প্রধান বিএনপি নেতা আবুল সহ নেতৃবৃন্দ।

আমি বিএনপির একজন কর্মী: শিল্পপতি আবু জাফর বাবুল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বাদ আছর মহানগরীর ৪নং ডিআইটিস্থ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে আমি জুলুম নির্যাতনের শিকার হয়েছি। কারন আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি কখনই কোন পদ পদবীতে ছিলাম না বা নিজেকে কোন বড় নেতা মনে করি না, নিজেকে শুধুমাত্র একজন কর্মী মনে করি। আগষ্টের ছাত্র-জনতার অভূত্থানে শুধু তারাই ছিলোনা সাথে নারায়ণগঞ্জবাসীও ছিলো।

তিনি আরো বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে এখন সুষ্ঠু একটি নির্বাচন সময়ের দাবী। যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। অতীতে যত অত্যাচার অবিচার হয়েছে আমরা তার কোন কিছু চাই না। আমরা চাই সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে। তাই আগামী নির্বাচনে দল থেকে যাকে মনোনীতি করবে আমরা প্রতিটি নেতাকর্মী তাকে সার্বিক সহযোগিতা করবো। সর্বোপরি দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসী ও অন্যায় মুক্ত নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার অভূত্থানে আমাদের নেতা তারেক রহমানের অনেক অবদান রয়েছে। এ আন্দোলনে স্বৈরাচারী শাসকের পতন হবে সেটা আমরা জানতাম। স্বৈরাচারী শাসকের পতনের পরের দিন আমি বিশাল শান্তি মিছিল বের করেছিলাম। অথচ বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে, যা আমার মাঝে নেই। বিএনপির যাতে কোন বদনাম না হয় সেজন্য আমি বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। অনেকে বলছে সংস্কার করার কথা, সংস্কারতো করা যাবেনা। কারন দলীয় সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। একটি সুষ্ঠু নির্বাচন চাই আর সেটাই হলো সংস্কার। ক্ষমতায় বসে সংস্কার করতে পারবেন না। সংস্কার করতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সর্বক্ষন ভারতকে শুধু দিয়েছে কিন্তু কিছু আনতে পারেনি। ভারত ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটা কোন কথা হলো! আমরা স্বাধীন একটি দেশ, ভারতের উপর কেনো নির্ভর করবো? কখনোই আমরা ভারতের কাছে মাথানত করবোনা। আমাদের যথেষ্ট জনসমর্থন রয়েছে, তাই আগামীতে দল থেকে যাকে মনোনয়ন দিবে আমরা তাকেই সমর্থন দিবো

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লা, সদর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শহীদ সারোয়ার, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, তোফাজ্জল হোসেন মৃধা, মেজবাহ উদ্দিন সম্পন, আল-মামুন, মোঃ সাফি, মোঃ হোসেন কাজল, হাজী সফি উদ্দিন সোহেল, তোফাজ্জল দেওয়ান, আনোয়ার হোসেন, রাশেদ আহম্মেদ টিটু, মহিবুল রহমান, মোঃ সেলিম, হাজী গোলাম মোস্তফা, মাহবুব হোসেন, মোশারফ হোসেন, শহীদ হাসান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আড়াইহাজারে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না: আজাদ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্বে আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, “দেশ ও মানুষের কল্যাণে সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী।”

২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় সতগ্ৰাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজাদ বলেন, “আমরা এই ইফতার মাহফিলের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর জন্য দোয়া করব, তিনি বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক।”

তিনি আরও বলেন, “দোয়া করবেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন।”

তিনি তারেক রহমান এর জন্যও দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, “এছাড়াও, আমাদের সকলের পছন্দের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান এর জন্য দোয়া করবেন। তিনি যেভাবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন তাকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন।”

সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার এর সঞ্চালনায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিশিষ্টজন, সাংবাদিক ও মাদ্রাসার ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বাদ আছর মহানগরীর চাষাড়া রেলওয়ে জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শহিদুল্লাহ রাসেল। সার্বিক তত্বাবধানে ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা হয় ও বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু, মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোযার হোসাইন, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দর্পন প্রধান, সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রোমান হোসেন রাব্বী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নগরীর ৫শতাধিক অসহায় পরিবারে বিএনপি নেতা রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরীর ৫ শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মিশনপাড়া এলাকায় বাংলাদেশ হোসিয়ারি সমিতি মিলতায়ন প্রাঙ্গণে পাঁচশত অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীতে আছে, সেমাই, চিনি, তেল, ভাতের চাল, পোলার চাল, পাউডার দুধ, ডাল, লবন ইত্যাদি।

বিএনপি নেতা রেজা রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিএনপি একটি জনমুখী দল এবং বিএনপির রাজনীতি হল এ দেশের মানুষের কল্যাণের জন্য।

তিনি আরও বলেন, আমার মতো দেশের প্রতিটি দলীয় নেতাকর্মী যদি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ায়, তবে দেশে মুক্ত বাতাসে আনন্দঘন পরিবেশ তৈরী হবে এবং একটি আনন্দময় ঈদ উদযাপিত হবে।

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভূষিত সোনারগাঁয়ের আলিফ মাহমুদ

সান নারায়ণগঞ্জ

২০২৩ সালে স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্তান আলিফ মাহমুদ। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফলে তার নাম ওঠে আসে।

জানা যায়, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডটি রাষ্ট্রপতি নিজে উপস্থিত থেকে প্রদান করে থাকেন।

এর আগে, গত ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারী গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প। যেখানে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে।

এছাড়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।

আলিফ মাহমুদ সর্বশেষ ছিলেন ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুলের সিনিয়র পেট্রোল লিডারের দায়িত্বে ছিলেন। আলিফ মাহমুদ বর্তমানে ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত এবং একই কলেজের রোভার স্কাউট গ্রুপের সঙ্গে তিনি সম্পৃক্ত।

অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউটের জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আলিফ মাহমুদ থেকে পিএস আলিফ মাহমুদ হওয়ার যাত্রায় আমার প্রিয় আব্দুল জব্বার স্যার যার হাত ধরে আমার স্কাউটিং জীবনের শুরু, নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের জেলা কমিশনার ও জেলা সম্পাদক, সম্পৃক্ত সকল লিডারসহ নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের সাবেক-বর্তমান সকল স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

প্রসঙ্গত, আলিফ মাহমুদুর পিতা মোস্তাফা মোল্লা ব্যবসায়ী এবং মা আমেলা আক্তার একজন গৃহিণী। এ অ্যাওয়ার্ডটি আলিফ মাহমুদ উৎসর্গ করেছেন তার সবচেয়ে প্রিয় মানুষ মা আমেলা আক্তারকে।

সর্বশেষ সংবাদ