আওয়ামীলীগকে পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

সান নারায়ণগঞ্জ

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সম্প্রতি সময় ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। কোনভাবেই যদি ফ্যাসিবাদকে আবার পূর্ণবাসিত করার চেষ্টা করা হয় তাহলে এনপিসি তা রুখে দিবে। বিগত ১৫ বছর আগেও আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, তারপরে ১৫ বছর কী ধরনের নির্যাতন জুলুম চলিয়েছে তা সবাই জানে। সে হিসেবে আওয়ামী লীগকে কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাই আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে নিবন্ধন বাতিল করা হোক।’

২৪ মার্চ সোমবার ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাই ও বোন শহীদ হয়েছেন আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের একটি নতুন দল এবং নতুন রাজনৈতিক আকাঙ্খা নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশকে নতুনভাবে গড়তে এই দলের প্রতিষ্ঠা হওয়া। আমরা জনসাধারণের সমর্থন নিয়ে একটি নতুন রাজনীতি গড়ে তুলতে চাই, যা আগামীর বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। আমরা গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও একটি গণপরিষদ নির্বাচনের দাবির কথা বলছি। গণঅভ্যুত্থানের পর যদি আওয়ামী ফ্যাসিবাদের বিচার সুনিশ্চিত করা না হয়, তাহলে এই দেশে যে আরেকটি ফ্যাসিবাদ দেখব না তা নিশ্চিত নয়। তাই নির্বাচনের আগে দৃশ্যমান বিচার সুনিশ্চিত করাই আমাদের অন্যতম দাবী।

তিনি আরও বলেন, আমরা চাই না পুরনো সেই সিস্টেমের মধ্যে আবার ফিরে যেতে, কিন্তু কিছু দল তারা পুরোনো বন্দোবস্তের দিকেই ফিরে যাচ্ছেন। তারা সংস্কার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে। যে যতই অনাগ্রহ দেখাক, আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবো। আমরা যে সংবিধান আছে সেজন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন। কারণ পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যতটুক দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করব। সমাজে চাঁদাবাজির দখলদারির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।’

এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।

বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে কমিউনিটি পুলিশিং ইউনিট বিট নং- ১০ এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপসংস্কৃতি প্রতিরোধে জন সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৩ মার্চ রবিবার বিকেলে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের সিএসডি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বন্দর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “অপরাধ নির্মূলে পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এজন্য কমিউনিটি পুলিশিং ইউনিটকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ ও জনগণ এক সঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে।”

ওসি আরও বলেন, “আমাদের সমাজে বড় একটি সমস্যা হলো মাদক। মাদকের টাকা যোগান দেওয়ার জন্য যুব সমাজ চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। জনগণের সেবা প্রদান পুলিশ বিভাগের কাজ, তাই আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের পুলিশকে সহযোগিতা করতে হবে।” তিনি আরও সতর্ক করে বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না।”

দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. তাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আমিরুল ইসলাম বাবু।

বক্তব্য রাখেন: বন্দর কেন্দ্রীয় কবরস্থান রোড পঞ্চায়েত কমিটির সভাপতি মো. সোহেল খান বাবু, খাদেমপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রসুল রনী, মাসুদ সরদার, বন্দর থানার উপ পরিদর্শক আবদুল মোতালিব ভূইয়া, আফসার উদ্দিন, রাজু আহাম্মেদ।

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: বিট-১০ এর সহকারি বিট অফিসার এএসআই মাসুদ পারভেজ, সমাজ সেবক মো. ইকবাল হোসেন, সানু খান, মাছুম মিয়া, রাজু আহাম্মেদ, কাজল আহাম্মেদ কালুনসহ স্থানীয় এলাকাবাসী।

বন্দরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

সান নারায়ণগঞ্জ

বন্দরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বিকেলে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে বন্দর সাংবাদিক ফোরামের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মমিনুল হক সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা শাখার আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারী আবু সাঈদ মোঃ মুন্না, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা সাবেক আমীর ডাঃ শহিদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা সেক্রেটারী আরিফুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বিএনপি নেতা মোস্তাকুর রহমান, রুহুল আমীন, মো: সাখাওয়াত হোসেন, মো: জয়নাল আবেদীন ও মো: ইস্রাফিল ফরার্য়েজী প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মো. কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহেবুব হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রিড়া সম্পাদক দ্বীন ইসলাম দীপু, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নূর জ্জামান মোল্লা, সাবেক সহ সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য লতিফ রানা, ইকবাল হোসেন, দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. ইব্রাহীম, সিএনএন বাংলা জেলা প্রতিনিধি এস.এম শাহীন, দৈনিক সংগ্রাম পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার প্রতিনিধি
বিল্লাল হোসেন।

নারায়ণগঞ্জে সুলভমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

২৩ মার্চ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জ শহরের তিনটি স্থানে এ সেবা প্রদান করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও ফতুল্লার তক্কার মাঠ।

এই কর্মসূচির আওতায় নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করা হবে ডজন প্রতি ১০০ টাকা, প্রতি কেজি দুধ বিক্রি হবে ৮০ টাকা কেজি,গরুর মাংস বিক্রি করা হবে ৬৫০ টাকা কেজি দরে এবং ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজি বিক্রি হবে।

প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন।

ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, আটক ১

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইসহাক মিঝি(৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

২৩ মার্চ রবিবার ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেললাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন এবং শফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আটককৃত সোহরাব হাওলাদার (৪০)পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান ইজিবাইক চালক ইসহাক মিঝি(৪৫) গলাকাটা লাশ মাটিতে পড়ে আছে। এ সময় ৩/৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছে। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তবে তার সাথে থাকা সহযোগীরা পাশের ডোবায় লাফিয়ে পড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটো রিক্সা ছিনতাইয়ের জেরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় গণপিটুনি দিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে সেই ঘটনার সাথে জড়িত কিনা সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে: অধ্যাপক মামুন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিগত স্বৈরাচারী সরকারের লোকজন অপকর্ম করার ফলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমরা কিন্তু জনগণকে ফেলে কখনো এলাকা ছেড়ে পালিয়ে যাইনি। একদল জনগণকে ফেলে পালিয়ে যায় আরেক দল জনগণের পাশে থেকে জনগণের সেবা করে। এটা হলো বিএনপির রাজনীতি। স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল জনগণের কথা বলে এবং জনগণের পাশে ছিল সব সময় জনগণের পাশে থাকবে। জনগণের ভোটে অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছিল।

২৪ মার্চ সোমবার বেলা ১২টায় ফতুল্লার ভূইগড় সরদার বাড়ি এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগ তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে আসার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান আসলে জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। সামনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছে। আসা করছি বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেয়া।

তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণের কাজ করার জন্য। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আজকে জনগণের মাঝে ঈদ উপহার দেয়ার জন্য বিএনপির নেতারা জনগণের পাশে এসে দাড়িয়েছে।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনা সহ সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, যুগ্ম আহবায়ক খোকন সানী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ইউপি সদস্য জামান, সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের আহবায়ক খোকন ভূইয়া, বিএনপি নেতা মো: জামান মিয়া, দুলাল ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা লিখন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

আড়াইহাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, ৬ মাসে গ্রেপ্তার ২’শ আসামী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের তৎপরতায় ৬ মাসে আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে বিভিন্ন অপরাধে ২০০ জনকে গ্রেফপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ সেপ্টেম্বর ওসি এনায়েত হোসেন আড়াইহাজার থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই দৃঢ় মনোবল, অদম্য সাহস ও নিজের মেধা খাটিয়ে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে রাতদিন কাজ করেছেন। আর সেই কাজের সুফল পেতে শুরু করেছেন আড়াইহাজারের জনগণ।

তিনি যোগদানের পর থেকেই চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ, লুন্ঠিত অশ্র উদ্ধার এবং ধর্ষণ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত ৬ মাসে আড়াইহাজারের কুখ্যাত ডাকাত রনি ভুইয়া, আবুল কাশেম, মোঃ ডালিম, আখতার হোসেন, তাইজুল ইসলাম হানিফা ওরফে বুলেট হানিফ, মোঃ রনি, ইয়াকুব এবং মোঃ লিটন সহ মোট ৩১ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

দস্যুতা মামলায় মোঃ কবির হোসেন, রাব্বি, সাইফুল ইসলাম ও চঞ্চলসহ ৯ জন এবং অপহরণ মামলায় ১জন অস্ত্র মামলায় আবুল কাশেম নামে ১ জন এবং খুনের মামলায় সবুজ সুমন, সুমন, আলাউদ্দিনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামী মোসাম্মদ গোলেনূর আক্তার ,হাসিম, মোহাম্মদ মহসিন মিয়া রুবেল মোহাম্মদ সুফিয়ানসহ মোট ১৩ জন, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২০ জন পর্নোগ্রাফি মামলায় ২ জন গ্রেপ্তার হয়। এছাড়া ও চুরির মামলায় ৭ জন মাদক মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, কালাপাহাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম, আড়াইহাজার পৌরসভার সাবেক ৫ জন কাউন্সিলর-জাহাঙ্গীর হোসেন’ মমিনুল ইসলাম শুভ, হাতেম আলী, অহিদুল্লাহ ও নজরুল ইসলামসহ মোট ৭০ জনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছেন। ওসি এনায়েত হোসেনে কার্যক্রমে স্বস্তিতে নিশ্বাস নিতে পারছেন আড়াইহাজার বাসী

বৈদ্যেরবাজারে ২ হাজার কৃষক ও সর্বস্তরের অংশগ্রহণে বিএনপির ইফতার ও দোয়া

সান নারায়ণগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে প্রায় ২ হাজার প্রান্তিক কৃষক ও সর্বস্তরের জনগণকে নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

২৩ মার্চ রবিবার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মনারবাগ এলাকায় এই গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এতে প্রধান বক্তা হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি পীর মোহাম্মদ পিরু, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির কোষাধক্ষ মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, রিপন ভূইয়া, মোঃ সামিম সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমান, ইমরান ফারুক, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি নেতা ওসমান গনী, ইনুছ, ইসমাইল, সামিম, জামাল, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের নেতা আমিনুল, মাহফুজ, সোহাগ, রতন, খায়রুল, জয়, আবু তাহের, রাসেল বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা আলবী, ইমন সহ নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শনিবার বিকেলে ফতুল্লার জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ এন্ড কমিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, যুগ্ম সম্পাদক মাজহারুল আলম মিথুন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দ্বীন ইসলাম দিলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু, ৪নং ওয়ার্ড মেম্বার হাজী মোহাম্মদ জামান মিয়া, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মামুন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম তেলা, দপ্তর সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান তপন, ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ রুবেল হোসেন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু, টেলিগ্রাফ নিউজ ২৪ ডটকমের সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম সবুজ, দৈনিক অগ্রবানী প্রতিদিনের সহ-সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি উত্তম সাহা, মিল্টন চৌধুরী, আওয়ার নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক মামুনুর রশিদ মুন্না, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো.সফিকুল ইসলাম সফিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিজা আক্তার, সদস্য সেলিম আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জামপুরে ২ হাজার প্রান্তিক কৃষক ও সর্বস্তরের অংশগ্রহণে বিএনপির গণ ইফতার ও দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এবং তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২ হাজার প্রান্তিক কৃষক ও সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ শনিবার জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বশিরগাঁও খেলার মাঠে এই গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, পীর মোহাম্মদ পিরু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, আবুবকর সিদ্দিক, সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।

এ ছাড়াও অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, আলী নুর, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, রিপন ভূইয়া, মোঃ শামীম মিয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা সোহেল রানা, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহ সভাপতি ওসমান মেম্বার, লতিফ মেম্বার, শহিদুল্লাহ, ফজলু মেম্বার, মনির মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, রফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপি সহ-সংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাচ্চু, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আমানউল্লাহ, আনসার, হাফিজ আহাম্মেদ, ইয়ামিন, লুৎফর, মামুন সহ নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ