সান নারায়ণগঞ্জ
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের ডাবল স্টার পাওয়া সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তৈমূর আলমের ব্যক্তিগত সহকারী ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তুহিন পারভেজ আলাল খন্দকার।
৭ ডিসেম্বর রবিবার দুপুরে রাজধানীর বেইলী রোডে মনোয়ারা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তিনি জানান, প্রায় দুই সপ্তাহ যাবত তৈমূর আলম খন্দকার ঠান্ডা জ্বর সহ নানান রোগে ভুগছিলেন।
৫ ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জে রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তৈমূর আলম। ওই সময়ও তিনি শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন।
দুইদিন যাবত শারীরিক অবস্থার অবনতি হলে আজ রবিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি চিকিৎসকের পরামর্শে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমন অবস্থায় তিনি নারায়ণগঞ্জ সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন আল্লাহ যেনো উনাকে দ্রুত সুস্থ্য করে দেন।


