এমপি সেলিম ওসমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছেন: মাকসুদ হোসেন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দরে সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মে বৃহস্পতিবার সকাল ১০টায় মুছাপুর ইউনিয়নের সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মরাই এদেশ গড়ার কারিগর। তোমাদের মধ্যেই একদিন কেউ না কেউ এদেশ পরিচালনার দায়িত্ব নিবে। বর্তমান সরকারের অধীনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান ভবিষ্যৎ প্রজন্মদের সুশিক্ষায় শিক্ষিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। বন্দরের ৫টি ইউনিয়নে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। এ উন্নয়নের ধারাকে সমুজ্জল করতে সামসুজ্জোহা এমবি ইউনিয়ন স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে পাঠদানে মনোযোগী হতে হবে। পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন করা যায়। পাশাপাশি এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের প্রতি বছর আমার নিজস্ব অর্থায়নে সম্মাননা প্রদান করব ইনশাআল্লাহ। সামসুজ্জোহা এমবি স্কুলই হবে বন্দরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এর চাই জন্য অধ্যবসায়।’

সামসুজ্জোহা এমবি ইউনিয়ণ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন ছাড়াও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- নারগিস হোসাইন মাকসুদ, সাবেক মেম্বার মঞ্জু, আনোয়ার হোসেন মেম্বার, বোরহান উদ্দিন, সমাজ সেবক সাগর মিয়া, হাজী বাবুল মিয়া, সোহেল মেম্বার, আব্দুস সাত্তার, নাছির উদ্দিন, তাওলাদ হোসেন, মনোয়ার মেম্বার, আসিফ মিয়া ও রুবেল হোসেন প্রমূখ।

উল্লেখ থাকে যে, সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটিতে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এত মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন সভাপতি, সাধারণ শিক্ষক সদস্য জাহিদুর রহমান, আব্বাস উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা খানম, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, মোঃ ওয়াসিম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পারভীন নাহারকে মনোনিত করা হয়।

এলাকাবাসী বলছেন, মুছাপুরবাসীর বহুদিনের কাঙ্খিত স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। মুছাপুর ইউনিয়নের ২বারের জনপ্রিয় চেয়ারম্যান মাকসুদ হোসেনকে সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনয়ন দিয়েছে। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবী স্বার্থক হয়েছে। আমরা সবাই মিলে চেয়ারম্যান মাকসুদ হোসেনকে নিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরো বেগবান করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। ওই সভা শেষে শিক্ষার্থী অগ্রগতি ও নবগঠিত কমিটির সাফল্য কামনা করে দোয়া পাঠ করা হয়।

দুই চোখ অন্ধ প্রতিবন্ধির কাছ থেকেও ঘুষ নিল পুলিশ, এসপির কাছে অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দুই চোখই অন্ধ সোনারগাঁয়ের রবিউল আউয়াল রবির। তার বসতভিটে দখলের পায়তারা করছেন স্থানীয় প্রভাবশালীরা। চাঁদা না দিলে ভিটে মাটি ছেড়ে দেয়ার হুমকিও দিয়েছিল দাপটশালীরা। কিন্তু এমন অভিযোগ নিয়ে অন্ধ রবিউল আউয়াল রবি গিয়েছিলেন সোনারগাঁ থানায়। কিন্তু লিখিত অভিযোগ দেয়ার পর মামলা করতে পুুলিশ হাতিয়ে নিয়েছেন ওই অন্ধ প্রতিবন্ধির কাছ থেকে ৩২ হাজার টাকা। কিন্তু আসামি পক্ষের সঙ্গে আতাত করে ৩২ হাজার টাকা ঘুুষ গ্রহণ করলেও মামলা গ্রহণ করেনি পুলিশ।

এমন অভিযোগ তুলে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, থানা পুুলিশের এসআই মুক্তার হোসেন, এসআই পঙ্কজ দেবনাথ ও ওসির ড্রাইভার সফিকের বিরুদ্ধে ৩২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন এক অন্ধ প্রতিবন্ধি রবিউল আউয়াল রবি। মে বৃহস্পতিবার এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রবি।

লিখিত অভিযোগে রবি উল্লেখ করেন, আমি একজন অন্ধ প্রতিবন্ধি। বিগত ২০০৪ সাল থেকে আমি সোনারগাঁ থানাধীণ কাঁচপুর বিসিক এলাকায় সরকারী খাস সম্পত্তির উপর ঘরবাড়ি তুলে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছি। বিগত ২০ এপ্রিল সোনারগাঁয়ের মোমেন, জামাল, আকতার, হবি, আঞ্জুসহ আরো ৪/৫ জন পরিকল্পিতভাবে যোগসাজসে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আমার বাড়িতে প্রবেশ করে এবং এই যায়গায় বাস করতে হলে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি এই চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা আমাকে উচ্ছেদ করার হুমকি প্রদান করে এবং আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে বলে শাসায়।

তিনি আরো উল্লেখ করেন, গত ২১ এপ্রিল সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে, মামলা নিতে হলে কিছু টাকা লাগবে। সেমতে ওসি সাহেব নেয় ১০ হাজার টাকা, এসআই মুক্তার হোসেন নেয় ৯ হাজার টাকা, এসআই পঙ্কজ নেয় ৬ হাজার ও ওসি সাহেবের ড্রাইভার সফিক নেয় ৭ হাজার টাকা। এই টাকা নিয়েও আসামীদের বিরুদ্ধে কোন অভিযোগ গ্রহন করেনি এবং আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে বলেন, অভিযোগকারী রবি একজন মাদক ব্যবসায়ী। এলাকায় সে ফেন্সি রবি নামে পরিচিত। কিছুদিন আগে তার ছেলেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। রবি যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করে দেখেছে সে অভিযোগ সত্য নয়। বরং রবি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আর পুলিশ তার কাছ থেকে কোন টাকা গ্রহণ করেনি। পুরো ঘটনাটি সাজানো এবং মিথ্যা।’

নারায়ণগঞ্জের দূর্ধর্ষ সন্ত্রাসী দৌলত মেম্বার ব্লক রেইডে গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার গোগনগর ইউনিয়নের দূর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী দৌলত মেম্বারকে পুলিশ ব্লক রেইড দিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুুলিশ। ২ মে বৃহস্পতিবার রাত দেড়টায় গোগনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় ব্লকরেইড দিয়ে সন্ত্রাসী দৌলত মেম্বারকে গ্রেপ্তার করা হয়। ওই সময় দৌলত মেম্বারের দুই ছেলে সন্ত্রাসী সম্রাট ও ফয়সাল পালিয়ে যায়।

ওসি কামরুল ইসলাম আরও জানান, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তার ছেলে সম্রাট ও ফয়সাল দুজনেই সন্ত্রাসী। ইতিপূর্বে তাদেরকে পুলিশ অনেকবার গ্রেপ্তার করেছিল। করিম নামে এক ব্যক্তিকে হত্যা করে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল সে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। সাবেক মেম্বার দৌলতের বিরুদ্ধে থানায় একটি হত্যা, ৩টি চাঁদাবাজি, ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁয়ে সিএনজি চাপায় শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা আক্তার রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা সিএনজি চাচায় আহত হওয়ার করার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন।

২ মে বৃহস্পতিবার দুপুরে দুই ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় অবরোধকারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন। এর আগে সিএনজি চালককে এলাকাবাসী মারধর করে পুলিশে সোপর্দ করেছেন। এ ছাড়াও শিক্ষার্থীকে চাপা দেয়া সিএনজিটি ভাংচুর করে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয় বিক্ষুদ্ধরা।

এদিকে এলাকাবাসী আহত শিক্ষার্থী সাবিহাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আহত শিক্ষার্থী সাবিহা হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানান, মোগারাপাড়া চৌরাস্তা থেকে বারদী রুটে চলাচলরত সিএনজি অটোরিক্সা নিয়ম নীতি উপেক্ষা করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে থাকে। ফলে বিভিন্ন সময়ে এ পথে পথচারী ও যাত্রীরা দূর্ঘটনার শিকার হন। তারাই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ছুটির পর পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী সাবিহা রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে এসে একটি সিএনজি সাবিহাকে চাপা দেয়। এসময় ওই শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার চাচা তৌহিবুর রহমান শ্যামল।
এলাকাবাসী আরো জানান, বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয় ও হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ স্থানেই রাস্তা পারাপার হয়ে থাকে। স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে সড়কে গতিরোধক তৈরী করার কথা থাকলেও তা হয়নি। তাই তারা প্রশাসনের প্রতি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতিরোধক তৈরির অনুরোধ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করছে। এসময় রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। যাত্রীদের পাঁয়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। সিএনজি চালককে এলাকাবাসী মারধর করে পুলিশে সোপর্দ করেছে। চাপা দেয়া সিএনজিটি ভাংচুর করে পার্শ্ববর্তী পুকুরে ফেলে রাখে তারা।

আহত স্কুল ছাত্রী সাবিহার চাচা তৌহিবুর রহমান শ্যামল বলেন, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারনে এ দূর্ঘটনা ঘটেছে। স্কুলের সামনে প্রশাসনের কাছে আবেদন করে গাড়ির জন্য গতিরোধক স্পীড বেকার তৈরি করেনি। আমার ভাতিজী সাবিহার অবস্থা আশংকাজনক।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্ত রয়েছে।

আড়াইহাজারে বখাটের প্রেম প্রস্তাব প্রত্যাখান, নারী শ্রমিকের উপর হামলা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এক বখাটের প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় এক নারী শ্রমিকের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার একটি স্পিনিং মিলের শ্রমিক কিশোরী রাজিয়া আক্তারের উপর এই হামলা চালায় ওই বখাটে।

হামলাকারী বখাটে আউয়াল ম্পিনিং মিলের ওই নারী শ্রমিকের মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে থেঁতলে দিয়েছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজিয়া নরসিংদী জেলার মাধবদী থানাধীন চৌঘরিয়া এলাকার হালিমের মেয়ে। সে স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ফকির বাড়ি এলাকায় অবস্থিত ভাই ভাই ম্পিনিং মিলের সূতা মেশিনের অপারেটর হিসেবে কর্মরত। ওই হামলাকারী আউয়ালও একই এলাকার ছালামের ছেলে এবং সেও ওই প্রতিষ্ঠানের শ্রমিক।

ঘটনার ৬দিনের মাথায় ২ মে বৃহম্পতিবার সকালে মেয়ের বাবা হালিম মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

অভিযোগ ওঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপে আইনি কোন ব্যবস্থা নিতে পারছিল না রাজিয়ার পরিবার। ২৭ এপ্রিল কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় প্রতিষ্ঠানের সামনে শ্রমিকবাহী গাড়ীতে হামলার শিকার হয় রাজিয়া।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিয়া জানায়, বখাটে আউয়াল তার কর্মস্থলে আসা যাওয়ার সময় তাকে প্রেমের প্রস্তাব দিতো। এতে রাজিয়া রাজী হচ্ছিল না। ২৭ এপ্রিল প্রতিষ্ঠানের সামনে গাড়ীতে একা পেয়ে ফের রাজিয়াকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজী না হলে ক্ষিপ্ত হয়ে আউয়াল মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

রাজিয়ার বাবা হালিম জানান, তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো আউয়াল। এর আগেও তার মেয়েকে রাস্তায় একা পেয়ে মারধর করেছিল। তিনি আরও বলেন, বখাটের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় আমার মেয়ের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।’

আড়াইহাজার থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই রাজু আহম্মেদ বলেন, এ ঘটনায় মেয়ের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দুই পক্ষের মধ্যে মিমাংসা করার একটি প্রক্রিয়া চলছে। তবে সমাধান না হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ব্যাপক উন্নয়নকল্পে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২মে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের ৪ কোটি ৬ লক্ষ ৯২ হাজার ৬শ টাকার বাজেট ঘোষণা করেছেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন- ফতুল্লা ইউনয়ন পরিষদের সদস্য মো. আলী আকবর, ইউসুফ মিয়া, নজরুল ইসলাম সেলিম, মহিলা সদস্য সুফিয়া ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজ সেবক কাজী আব্দুল করিম, মোবারক হোসেন চৌধুরী হান্নান, শ্রমিক নেতা হুমায়ুন কবির, টাচ্ স্টোন এ্যাডুকেশনাল হোমের অধ্যক্ষ সেলিনা সুলতানা, খন্দকার হুমায়ুন কবির, মোসলেম উদ্দিন মুসা, একরামুল কবির মামুন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এ.আর কুতুবে আলম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এমএ সামাদ মতিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মডেল পেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, শাহআলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমূখ। সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন পরিষদের সচিব রায়হান ভূইয়া কাজল ও অফিস স্টাফ মো. মাসুদ রানা।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের এই বাজেটে আয়ের বিভিন্ন খাদ হতে পাওয়া তহফিল ৩ কোটি ৯৫ লক্ষ ৯২ হাজার ৬শ টাকার আগত তহফিল ১১ লাখ টাকা। ব্যয় খাদ সমূহ ৪ কোটি ২লাখ ৮৪হাজার ৩৪ টাকা, উদ্ধৃত ৪ লাখ ৮ হাজার ৫শ ৬৬টাকা। এই অর্থ বছরে বাজেট পেশ করেন ৪ কোটি ৬ লাখ ৯২ হাজার ৬’শ টাকা। বাজেট অনুষ্ঠানে বক্তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে চেয়ারম্যান তার বক্তব্যে সমস্যা সমাধানের আশ^াস দেন। যা তার মাধ্যমে সাধ্য আছে তিনি সকল উন্নয়নমূলক কাজ ও সমস্যা সমাধান করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

নারায়ণগঞ্জে পুলিশের ব্লকরেইড ও বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলায় ১২ ঘন্টায় ব্লকরেইড ও বিশেষ অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে জেলার শীর্ষ সন্ত্রাসি দৌলত মেম্বারকেও গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশক্রমে জঙ্গীবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানা এলাকায় স্পেশাল ব্লক রেইড অভিযান পরিচালিত হচ্ছে। গত ১মে বিকাল ৩টা থেকে ২মে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ব্লক রেইড অভিযান পরিচালিত হয়।

অভিযানে রূপগঞ্জ ও বন্দর থানা এলাকায় ব্লকরেইড অভিযান পরিচালনা করে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং উক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ মাদক ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়। অপর দিকে অন্যান্য থানাগুলোতে বিশেষ অভিযান পরিচালিনা করিয়া ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। মাদক, জুয়া এবং অন্যান্য মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। সর্বমোট নারায়ণগঞ্জ জেলায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। মোট মামলা ৩০টি এবং ৩১৫ পিস ইয়াবা, ০২ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাজা এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

জঙ্গীবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানা এলাকায় স্পেশাল ব্লক রেইড অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জঙ্গীবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জদেরকে ১মে বুধবার থেকে শুরু হওয়া স্পেশাল ব্লক রেইড অভিযান জোরালো করার নির্দেশ প্রদান করেছেন।

নারায়ণগঞ্জে সেই দৌলত মেম্বার গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের বিতর্কিত দৌলত মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে সৈয়দপুর এলাকায় ব্লক রেড দিয়ে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
১ মে বুধবার গভীর সদর থানা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে দৌলত মেম্বারকে গ্রেপ্তার করা হয় জানান ওসি।
বিস্তারিত আসছে………

মে দিবসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের র‌্যালী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহান মে দিবসে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে র‌্যালী করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। ১ মে বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে শ্রমিকদলের আয়োজিত র‌্যালী ও সমাবেশে যোগদান করেন যুবদলের নেতাকর্মীরা। এরা আগে তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে র‌্যালীতে শ্লোগান দেন।

বুধবার সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে জড়ো হতে থাকে। তাদের মাথায় লাল সবুজ টুপি আর হাতে নানা রঙ্গের ফ্যাস্টুন শোভা পাচ্ছিলো। সকাল এগারোটায় জেলা যুবদলের নেতাকর্মীরা শ্রমিক দিবসের র‌্যালী শুরু করেন। র‌্যালীতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দেয় নেতাকর্মীরা। এর আগে সকালে সোনারগাঁয়ে জেলা শ্রমিদলের আয়োজিত র‌্যালী ও সমাবেশেও যোগদান করেন জেলা যুবদলের নেতারা।

র‌্যালীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আফজাল কবীর, স্বপন চৌধুরী, পারভেজ মল্লিক, শহিদুল ইসলাম রিপন, নুরুল ইসলাম লাভলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, শাহীন আহমেদ, রাসেল রানা, আরিফুজ্জামান ইমন, তসলিমউদ্দিন লিটন, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মেম্বার, সদস্য অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, বন্দর থানা যুবদল নেতা মহিউদ্দীন শিশির সহ অন্যান্য নেতাকর্মীরা।

ফতুল্লায় মে দিবসে বিশাল লাল পতাকা নিয়ে র‌্যালী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহান মে দিবসে জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গত ১ মে বুধবার ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল থেকে বিশাল র‌্যালী নিয়ে ফতুল্লা বাজার ডিআইটি মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন- নারায়ণগঞ্জ জেলার জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নূরে আলম গাজী।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বাহারানে সুলতান বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো.মোস্তফা, জাতীয় নীট গামেন্টর্স ডাইং শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন বেপারী।

ফতুল্লা কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক কমিটির চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ রানা, অধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন, কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক কমিটির সদস্য ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এআরকুতুবে আলম, জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আবদুর জব্বার, মো. মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ফতুল্লা থানা কমিটির সভাপতি মো. সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো.আশরাফ হোসেন।

সর্বশেষ সংবাদ