দূর্গা পুজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের দেওভোগে দিদার খন্দকারের বস্ত্র বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকার দুই শতাধিক হিন্দু সম্প্রদারে মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছেন রোটারিয়ান প্রজেক্ট চেয়ার ও সমাজ সেবক দিদার খন্দকার। ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দেওভোগ লক্ষী নারায়ণ আখড়া মন্দিরে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির পক্ষে ব্যক্তিগত অর্থায়নে এসব বস্ত্র বিতরণ করেন দিদার খন্দকার।

IMG 20221001 145826

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ক্লাবের প্রেসিডেন্ট কাজী শফিকুল ইসলাম বাবু, সেক্রেটারি মঈন আশরাফ জাভেদ, চার্টার প্রেসিডেন্ট কামরুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট ইব্রাহীম রাজু, ডেপুটি গভর্নর সুবীর রায়, অ্যাডভোকেট জয়, শাহিনা খন্দকার, মির্জা আনিসুর রহমান, সাজেদা রহমান মুন্নী প্রমূখ।