মান্নানের বিরুদ্ধে মানবববন্ধন করায় মহানগর জাসাসকে শোকজ নোটিশ

সান নারায়ণগঞ্জ

গত ৩ নভেম্বকর নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে মনোনিত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

কিন্তু আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ প্রতীকের বিরোধীতা করে গত ১৮ নভেম্বর সিদ্ধিরগঞ্জে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন মহানগর ও সিদ্ধিরগঞ্জ জাসাসের নেতাকর্মীরা। ওই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় জাসাস।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়- নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

চিঠিতে জানানো হয় যে, আপনাদের অধীন সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়বাবাদী দল-বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবীতে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। যা সংগঠনের সাথে সাংঘর্ষিক। সিদ্ধিরগঞ্জ থানা জাসাস কেনো এ কর্মসূচিতে অংশগ্রহণ করলো তদন্ত সাপেক্ষে তার কারণ জানিয়ে জাসাস কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পত্রের মাধ্যমে আগামী ৫ দিনের মধ্যে জানানোর জন্য অনুরোধ করা হলো। অন্যথায় কেন্দ্রীয় জাসাস চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।