সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, একটি সাবলীল সুন্দর সুশৃংখল সমতার ভিত্তিতেই সমাজ প্রতিষ্ঠানের লড়াই শুরু করেছিলেন জিয়াউর রহমান। ঠিক তারাই ধারাবাহিকতায় এই রূপগঞ্জকে একটি সুস্থ সুন্দর সুশৃংখল প্রতিষ্ঠিত না করা পর্যন্ত রূপগঞ্জের সকল নেতাকর্মীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
২৮ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো ম্যাক্স ফ্যাক্টরিতে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনার দোয়া ও মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, বিএনপি নেতা সুজনসহ সর্বস্তরের নেতা কর্মীরা। পরে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


