মোগরাপাড়া ইউনিয়নে বাদ জুমআ গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন ২৮ নভেম্বর শুক্রবার ৩নং ওয়ার্ডের ছোট সাদিপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

নামাজের পূর্বে খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বপ্ন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে একবার সুযোগ দেন, আমি আজীবন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। আমি নিতে আসিনি, দিতে এসেছি। ইউনিয়নের প্রতিটি মসজিদে গিয়ে সাধ্যমতো সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করে যাব।

তিনি আরও বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও একটি শান্তিপূর্ণ ইউনিয়ন গড়াই তার মূল লক্ষ্য। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অত্র মসজিদের মোতোয়ালী গোলাম হাক্কানী আলম দেলূ’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মুকুল ও কোষাধ্যক্ষ মামুন মাস্টার।

জুমার নামাজ শেষে হাজী আশরাফ উদ্দিন স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছোট সাদিপুর এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় তিনি প্রবীণ, যুবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। তিনি এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, হাজী আশরাফ উদ্দিন একজন মানবিক, সৎ ও নিবেদিত সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সততা, আন্তরিকতা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তিনি ইতোমধ্যেই মোগরাপাড়া ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

তাঁর এই সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রমে এলাকাবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।