সান নারায়ণগঞ্জ
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রতাপের চর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আলেম-ওলামা, স্থানীয় মুসুল্লি এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম।
এদিকে, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামের মসজিদ এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের মসজিদে মসজিদে পৃথকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এসব দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
প্রতাপের চর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
দোয়া শেষে মসজিদে আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


