নোয়াগাঁয়ে মান্নানের পক্ষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর সোমবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন-নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক ভুঁইয়া মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, মিজানুর রহমান, নোয়াগাঁও ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসহাক মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ইয়ামিন রহমান শিশির, নোয়াগাঁ ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন প্রমূখ।