সন্ত্রাস ও চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নাই: টিটু

সান নারায়ণগঞ্জ

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস ও চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নাই। যারা দলের সাইনবোর্ড ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে সন্ত্রাসী ও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে তালিকা তৈরি করা হচ্ছে এটা দলের নেতাকর্মীদের মাথা রাখা উচিৎ।

২৬ মার্চ বুধবার বেলা ১২ টায় ফতুল্লার নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় নূরবাগ যুব ফোরামের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে তারেক রহমানের পক্ষ থেকে আমরা সব জায়গায় অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদের উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিটি এলাকার নেতাকর্মীরা তারেক রহমানের আদেশ মেনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ঈদ উপহারের মধ্যে কখনো জামা কাপড় কখনো খাদ্য দ্রব্য দেয়া হচ্ছে।

এদিকে নুরবাগ যুব ফোরামের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার এর মধ্যে ১৫০ জন শিশুর হাতে পাঞ্জাবি-পাজামা, ফ্রক, থ্রি-পিসসহ ঈদের রঙিন পোশাক তুলে দেয়া হয়।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য ৪.৫ ও ৬ নং ওয়ার্ড) অনামিকা হক প্রিয়াংকার সভাপতিত্বে নূরবাগ যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম- সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ, নূরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম বাবু, নূর-হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুরবাগ যুব ফোরামের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহান, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শামীম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মিরাজ, ইব্রাহীম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম ও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নগরীতে ৫ শতাধিক এতিম ও অসহায়কে ঈদ উপহার দিলেন দিদার খন্দকার

সান নারায়ণগঞ্জ

রোটারিয়ান ও বিশিষ্ট রাজনীতিক দিদার খন্দকার নারায়ণগঞ্জ মহানগরীর পাঁচ শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার দিয়েছেন। ২৬ মার্চ বুধবার দুপুরে মহানগরীর দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টারে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকারের উদ্যোগে এই উপহার দেওয়া হয়।

এখানে উল্লেখ্যযে, দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ মহানগরীর ১৪নং ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন দিদার খন্দকার। তিনি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪নং ওয়ার্ডের সভাপতি। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন তিনি।

ঈদ উপহার বিতরণকালে দিদার খন্দকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে ও সামান্য উপহার দিতে পেরে খুব আনন্দ লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, আগামীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি সব সময় আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।

আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ আয়োজনে ৫শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি সহ জামা দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মশিউর রহমান সাকির, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাজু, সাধারণ সম্পাদক ধঞ্জয় কুমার জয়, শাহেন সরকার, সাদেজা মুন্নি, আবু সিদ্দিক নূর, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ, শাহিন সরকার, শাহিনা দিদার, পারভেজ আলম, রিপন খান,রাজিব পাশি, আরিফুল ইসলাম প্রমুখ।

 

‘যুগের নারায়ণগঞ্জ ডটকম’ অনলাইন পোর্টালের তৃতীয় বর্ষে পর্দাপন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘যুগের নারায়ণগঞ্জ ডটকম’ এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে পোর্টালটির মঙ্গল কামনা করা হয়।

২৬ মার্চ বুধবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের হল রুমে আনন্দঘন পরিবেশে কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।

যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর প্রকাশক আলমগীর কবীরের সভাপতিত্বে ও অনলাইনটির সম্পাদক রনি কুমার দাসের শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির হোসেন প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন সিকদার অনলাইন নিউজ যুগের নারায়ণগঞ্জ ডটকম- এর গঠনমূলক সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং অনলাইনটির সমৃদ্ধি কামনা করে বলেন গণমাধ্যম হিসেবে যুগের নারায়ণগঞ্জ অল্প দিনেই সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও সামনের দিনগুলোতে অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসীর জন্য ভালো কিছু করবে, সেই আশা ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, যায় যায় দিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক মোস্তাক আহাম্মেদ সুমন, কার্যকরী সদস্য মোঃ সেলিম, উজ্জীবিত বাংলাদেশের ফটো সাংবাদিক মোঃ হাবিব।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন।

নেতাকর্মীদের প্রতি রাজীবের সতর্ক বার্তা: নতুবা হাজার মাইল দূরে থাকার পরামর্শ

সান নারায়ণগঞ্জ

বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এসব অনুষ্ঠানে আয়োজকদের অসাবধানতাবসত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে তাদের মিটিং মিছিলে অংশগ্রহণকারীরাও বিএনপির নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে সুযোগ বুঝে মঞ্চে ওঠে নেতাদের পেছনে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছেন। নিজেদের নব্য বিএনপি সাজতে স্বৈরাচারের দোসরেরা এই হীন কাজটি করে চলেছেন, যা অনুষ্ঠানের অতিথিদের অগোচরে। এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজকদের সতর্ক করেছেন মাসুকুল ইসলাম রাজীব।

রাজীব নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, প্রিয় সহকর্মীরা আপনাদের আয়োজিত অনুষ্ঠানে আমি সরল বিশ্বাসে অংশগ্রহণ করি। আমার পক্ষে হয়তো সবাইকে চেনা সম্ভব নয়, তাই আপনাদের আশেপাশে, মঞ্চে কোন বিতর্কিত লোক থাকলো কিনা এটার খেয়াল রাখার দায়িত্ব আপনাদের। আমি লক্ষ্য করলাম আপনাদের কিছুটা হলেও অবহেলা রয়েছে, যার কারনে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। সামনে সবাই সতর্ক হবেন না হলে ১০০০ মাইল দুরে থাকবেন……।

মোগরাপাড়া ইউনিয়নে ১ হাজার প্রান্তিক জনঘোষ্ঠীকে নিয়ে বিএনপির গণ ইফতার

সান নারায়ণগঞ্জ

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক হাজার প্রান্তিক সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাড়ি মজলিম ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালিত হয়।

এতে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সেলিম হক রুমী, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া কমিশনার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, এডভোকেট সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, ইমরান ফারুক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সামিম হোসেন সহ নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

২৫ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি পার্কে পার্ক লাউঞ্জ রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, মোঃ সেলিম আবু আব্দুর রহমান কুয়েত প্রবাসী, উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম ও মনিরুল আলম মনিরের সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিসুল ইসলাম সানি প্রকাশক ও সম্পাদক, দৈনিক দেশের আলো।

প্রধান অতিথি বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, যারা কাজের ক্ষেত্রে দেশের বাহিরে থাকেন তারা একটু মনোযোগী হবেন, অনেক ক্ষেত্রে কাজের চাপে পরিবারকেও অনেকে ভুলে যান, সেটা অন্তত দুঃখজনক, যাদেরকে প্রবাসে পাঠানো হয়, তাদের পিছনে পরিবারের সবচেয়ে বেশি অবদান থাকে, আজকে যারা প্রবাসে আছেন আপনারা মনে রাখবেন যে এই নারায়ণগঞ্জে প্রবাসী কল্যাণ সমিতির সাথে যারা সংযুক্ত তারা সবাই একটি পরিবার। বিভিন্ন পরিবার থেকে গেছেন যেহেতু প্রবাসী সবাই একটি পরিবারের হিসাবে সকলের সুখ-দুঃখে পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো।

তিনি আরো বলেন, অনেক প্রবাসী বাংলাদেশের ভোটার হতে পারেননি বর্তমানে সরকার প্রবাসীদের ভোটারের জন্য একটি সুযোগ করে দিয়েছে এবং আপনারা ইচ্ছে করলে প্রবাসী থেকেও ভোটার আইডি কার্ড করতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদ আহমেদ রবি বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক ও কলামিষ্ট, রোকনউদ্দিন আরমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাজী মুহসীন দেওয়ান
প্রতিষ্ঠাতা নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম।

সার্বিক সহযোগিতায়, গোলাম মোর্শেদ (রতন), দ্বীন ইসলাম সাইদুর রহমান সেন্টু ও জামাল আবু ফারহান সহ নেতৃবৃন্দ প্রমুখ।

সাদিপুর ইউনিয়নের ১ হাজার কৃষক ও সর্বস্তরের অংশগ্রহণে বিএনপির গণ ইফতার

সান নারায়ণগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নে ১ হাজার প্রান্তিক কৃষক ও সর্বস্তরের অংশগ্রহণে দোয়া মাহফিল ও গণ ইফতার কর্মসূচি পালন করেছে বিএনপি।

২৫ মার্চ মঙ্গলবার উপজেলার সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নানাখী ঈদগাহ মাঠে এই গণ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুমের সভাপতিত্বে সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, ডাক্তার মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হাফেজ ওলি, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা সোহেল রানা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন, অধ্যাপক ইব্রাহিম, নাছির, সিরাজুল, মতিন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, যুগ্ম সম্পাদক বিল্লাল, ইয়ানুছ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব পরশ, সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসু, সাধারণ সম্পাদক এরশাদ, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা জজ মিয়া, সুমন, রোকনসহ নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন।

আমরা নিজেরা না খেয়ে হলেও মানুষের পাশে দাঁড়াবো: রাজীব

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন মানুষকে ভালবেসে মানুষের ভালবাসা অর্জন করতে হবে৷ ভয় দেখিয়ে সালাম নিবেন সেই রাজনীতি বাংলাদেশ থেকে উঠে গেছে। তারেক রহমান সে রাজনীতি করতে দিবে না। বিএনপির কেউ এটা করতে পারবে না এটা নিশ্চিত করে বলতে পারি। রাজনৈতিক দল ক্ষমতায় এলে ঘরে ঘরে গিয়ে আমরা টাকা দেব জণগন তা আশা করে না। তারা নাগরিক অধিকারটা প্রত্যাশা করে, ন্যায় বিচার পাবে এটা প্রত্যাশা করে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে।

২৪ মার্চ সোমবার ফতুল্লায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমাদের স্পষ্ট অবস্থান। দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজের সাথে কেউ সম্পৃক্ত থাকলে আর যাই করুক সে বিএনপি করতে পারবে না। আমাদের সরাসরি জানাবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে। দীর্ঘ সতেরো বছর দেশে বিচার ছিল না। আপনারা বিশ্বাস রাখুন।’

রাজীব বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। মানুষের পাশে থাকাকেই আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবচেয়ে বড় বিষয় বলে আমরা মনে করি। আমরা নিজেরা না খেয়ে হলেও মানুষের পাশে দাঁড়াবো। এটাই জাতীয়তাবাদী দলের আদর্শ।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ

ঘোষিত ৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ৩৩ সদস্য বিশিষ্ট করে লম্বা করা হয়েছে। তবে এটা পূর্ণাঙ্গ বিএনপির কমিটি নয়। বলা যায় ৫ সদস্যের আহ্বায়ক কমিটিকে ৩৩ সদস্যে উন্নীত করা হয়েছে। ২৪ মার্চ সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ৩৩ সদস্যের কমিটির অনুমোদন দেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর তৎকালীন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের বিরুদ্ধে বিএনপির গঠিত তদন্ত কমিটির সুপারিশে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করে বিএনপি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল ও একমাত্র সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দীন।

ওই ৫ সদস্যের কমিটির ৫জনকে স্বপদে বহাল রেখে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য পদে আজহারুল ইসলাম মান্নান, গোলাম ফারুক খোকন, লুৎফর রহমান আবদু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, মো. ইউসুফ আলী ভূঁইয়া, শহিদুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আশরাফুল হক রিপন, মজিবর রহমান ভূঁইয়া, মুশকাত আহমেদ, শাহজাহান মেম্বার, শামসুল হক মোল্লা, মো. বাছির উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, তাসিকুল হক ওসমান, মো. জুয়েল আহমেদ, মাহমুদউল্লাহ, একরামুল কবির মামুন, মো. সিরাজুল ইসলাম, আনোয়ার সাদাত সায়েম, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রহিমা শরিফ মায়া, মো. অকিল উদ্দিন ভূঁইয়া, সেলিম হক রূমি, মো. নূরনবী ভূঁইয়া, নাদিম হাসান মিঠু ও হামিদুল হক খানকে রাখা হয়েছে।

২০২৩ সালের ১৮ জুন সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও গোলাম ফারুক খোকন। এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর গিয়াসউদ্দীনকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল বিএনপি।

বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে দুই ফার্মেসিকে জরিমানা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ মার্চ সোমবার বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।

এ সময় মদনপুর এলাকার মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন সংরক্ষণ ও ওষুধ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সৈকত ফার্মেসিতে ওষুধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড ইনসুলিনসহ অন্যান্য ওষুধ রাখার জন্যে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সুমন খন্দকার।

সর্বশেষ সংবাদ