সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর কর্মী সমর্থকরা।
৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার এবং ফ্লোরিডা সেন্ট্রাল বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নুরুর অনুসারীরা। বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থকরা এতে অংশগ্রহণ করে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের করে মনোনয়ন বঞ্চিতদের মধ্য থেকে মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানিয়ে বিক্ষোভকারীরা ‘আড়াইহাজারের মনোনয়ন মানি না মানবোনা, জিয়ার সৈনিক এক হও, এক হও, এ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন’ এই ধরনের নানা স্লোগান দেয়। ওই সময় উপজেলা সদরের যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। এনিয়ে মনোনিত ও মনোনয়নবঞ্চিত উভয় পক্ষের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


