তারেক রহমানকে হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের জবাব দিলেন না’গঞ্জের কাজী সাদ্দাম

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য ও সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম।

এছাড়াও এদেশের সাধারণ জনগণের চাহিদার মতই প্রমাণিত এবং দলের নিয়ম-শৃঙ্খলা মেনে সাংগঠনিক কাজ পরিচালনাকারী হিসেবে তারেক রহমানকে উল্লেখ করেছেন ছাত্রদলের সাবেক এই নেতা।

১০ ডিসেম্বর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম। তারেক রহমানের বক্তব্য নিয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন সাদ্দাম।

বিবৃতিতে সাদ্দাম বলেন, “দেশ নায়ক তারেক রহমান এদেশের একজন সাধারণ জনগণের মতোই নিজেকে প্রমাণিত করেছেন। তিনি তার দলের নিয়ম-শৃঙ্খলা মেনে সাধারণ কর্মীর মতই সাংগঠনিক কাজ পরিচালনা করছেন। দক্ষতা, পরিশ্রম, মেধায় দলে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন।”

তারেক রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসেবে আখ্যায়িত করে কাজী সাদ্দাম দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, তারেক রহমান বাংলার মানুষের হৃদয়ে ইতিমধ্যেই প্রমাণিত।

সাদ্দাম আরো বলেন, “পারিবারিক শিক্ষা একটি মানুষের নেতৃত্ব ঘটাতে মুখ্য ভূমিকা পালন করে। জিয়া পরিবার বাংলাদেশের ঐতিহ্য, গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তি ও উন্নয়নে ওৎপ্রোতভাবে মিশে আছে। এই পরিবারের সদস্য তারেক রহমান ইনশাআল্লাহ মাটি ও মানুষের নেতা হয়েছেন আমাদের হৃদয়ে।”

সম্প্রতি হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক লাইভে তারেক রহমানের একটি বক্তব্যকে নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেন কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আজ হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক লাইভে মন্তব্য শুনে দুঃখ লাগলো সাধারণ একটি বিষয় বুঝার মেধা এখনো হয়তো হাসনাত আব্দুল্লাহর হয়ে ওঠেনি। সে বলেছে তারেক রহমানের একটি বক্তব্য সিরিয়াসলি একটি প্রবলেমেটিক বক্তব্য, আমি শুধু এতটুকুই বলবো প্রবলেমেটিক বক্তব্যের সংজ্ঞা, ব্যাখ্যা এবং বিশ্লেষণ যথাযথ আপনার আয়ত্তে আসেনি।”

তিনি আরও যোগ করেন যে, দেশনায়ক তারেক রহমান বিএনপি’র একজন দায়িত্বশীল সংগঠক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উক্তিটি—”ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে বড় দেশ”—এখন বাংলাদেশের পরিস্থিতিতে যথাযথভাবে প্রযোজ্য হচ্ছে।

সাদ্দাম তার বক্তব্যের উপসংহারে বলেন, দেশনেতা তারেক রহমান বক্তব্য বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে মিশে আছে—”সবার আগে বাংলাদেশ”। তিনি এবং তার দলের কর্মীরা বিশ্বাস করেন যে সকল কিছুর ঊর্ধ্বে তাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ।