হোন্ডাবাহিনী নারায়ণগঞ্জকে খুনের শহরে পরিনত করতে চায়: মেয়র আইভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ শহরে দিনে ও রাতে ২৫-৩০টি মোটর সাইকেল নিয়ে কিছু লোকজন দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

তিনি বলেছেন, ‘সম্প্রতি কিছু হোন্ডা (মোটর সাইকেল) বাহিনী বেরিয়েছে। তারা সারা শহর দাপিয়ে বেড়াচ্ছে। সারা শহরে পোস্টার-ব্যানার দিয়ে ভরে ফেলা হয়েছে। পরিচ্ছন্নতার অংশ হিসেবে নিয়ম অনুযায়ী ১৫ দিন, এক মাস পরে এগুলো আমরা খুলে ফেলি।

‘২৬ জুন শনিবার ব্যানার খুলতে গেলে কতিপয় হোন্ডাবাহিনীর লোকজন এসে আমার সিটি কর্পোরেশনের কর্মীদের মারধর করেছে। পোস্টার খুলতে দেয়নি।’

২৭ জুন রবিবার বিকেলে নগরীর ইসদাইরে একটি মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রশাসনের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘প্রশাসনের কাছে জানতে চাই, এই হোন্ডাবাহিনী কারা? যারা রাতের আধারে এক সাথে ২০-২৫ টা হোন্ডা নিয়ে ঘুরে বেড়ায়। নারায়ণগঞ্জ শহরকে কি আবার খুনের শহরে পরিণত করতে চায়। আবারও কি আমাদের ভয়ে ভীত হয়ে থাকতে হবে? নিশ্চয়ই না। আমি যতদিন বেঁচে থাকবো প্রতিবাদ করবো। প্রশাসনকে অনুরোধ, এই হোন্ডা বাহিনীকে লাগাম দেন। নইলে জনগণ তাদের পিটিয়ে মারবে। আমার সাধারণ কোনো কর্মীর গায়ে যদি আবার হাত দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে।’

বক্তব্য শেষে সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নগরীর ১২নং ওয়ার্ডে মাওলা আলী (রা.) সিটি জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র আইভী। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম চেঙ্গিসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম প্রমুখ।