সান নারায়ণগঞ্জ
এক সময়কার রাজপথের অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার।
এর আগে তিনি মহানগরীর মিশনপাড়ায় এটিএম কামালের বাসায ছুটে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
৫ জানুয়ারী সোমবার বিকেলে সাড়ে ৪টায় নগরীর মিশনপাড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন এটিএম কামালের মা জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি শাহানা খানম চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এটিএম কামালের মায়ের মৃত্যুর সংবাদে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়াস্থ বাসভবনে ছুটে যান। এ সময় তিনি মরহুমার পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তৈমূর বলেন, শাহানা খানম চৌধুরী ছিলেন একজন রত্নগর্ভা মা। তিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মত একজন সন্তান জন্ম দিয়ে গেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক…আমিন।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।


