বন্দরে শিক্ষার্থীদের মাঝে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বই বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত ও মুক্তিযুদ্ধে জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ নামক বই বিতরণ করা হয়। ৭ মার্চ বৃহস্পতিবার সকালে বন্দরের মদনগঞ্জ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে এ বই বিতরণ করা হয়। বই বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে খেলাঘর সাহিত্য সংস্থার সহায়তায় ১৯নং ওয়ার্ডের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ ও ৫ম শ্রেণির সকল ছাত্রছাত্রীদের মাঝে ডা: জাফর ইকবাল কর্তৃক লিখিত ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ নামক বই বিতরণ করা হয়। এতে ৩টি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।