সান নারায়ণগঞ্জ
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম প্রধানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২১ নভেম্বর শুক্রবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে জানান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জানাগেছে, বহিষ্কার আদেশের কয়েক ঘন্টা পুর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে মশাল মিছিল করেছে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ প্রধান।
আশরাফ প্রধান জেলা বিএনপির সাবেক সভাপতি মনোনয়নবঞ্চিত গিয়াসউদ্দিনের অনুগামী হিসেবে রাজনীতি করে আসছেন।
অন্যদিকে, একইভাবে দলীয় প্রার্থী মান্নানের বিরুদ্ধে মানববন্ধন করার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন ও মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামকে গত ১৮ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়ে শোকজ করা হয়েছে।


