- সান নারায়ণগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে মশাল মিছিল করেছে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ প্রধান। দলের স্পষ্ট নির্দেশনা অমান্য করে এমন প্রকাশ্য বিরুদ্ধাচরণে সোনারগাঁ জুড়ে যুবদল সহবিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ নেমে এসেছে। বিষয়টি এখন সোনারগাঁজুড়ে ‘টক অব দ্য টাউন’।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্পষ্টভাবে সকল পর্যায়ের নেতাকর্মীকে মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে আশরাফের নেতৃত্বে মশাল হাতে মিছিলকে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন বলেই মনে করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার পর থেকেই উত্তাল প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। যুবদলের এক নেতা লিখেছেন—
“তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো মানে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দলের প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করা একটি সরাসরি ষড়যন্ত্র।”
আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—“যুবদলকে বিভক্ত করতে কয়েকজন পরিকল্পিতভাবে নাশকতা করছে। আশরাফের এই মশাল মিছিল তারই বহিঃপ্রকাশ। তাকে অবিলম্বে বহিষ্কার করা উচিত।”
এক বিএনপি কর্মী মন্তব্য করেন—“ব্যক্তিগত স্বার্থে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। দলকে কলঙ্কিত করার দায়ে তার কঠোর শাস্তি হওয়া উচিত।”
তৃণমূল নেতাদের দাবি—মশাল মিছিলের প্রকৃত নেতৃত্বে ছিলেন আশরাফই। একাধিক নেতার মতে, তিনি নিজেই পরিকল্পনা করে কিছু বিতর্কিত ব্যক্তিকে নিয়ে রাতের অন্ধকারে এই মিছিল পরিচালনা করেন, যার উদ্দেশ্য দলের মনোনীত প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করা।
অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনকে গত ১৮ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়ে শোকজ করা হয়েছে। দলীয় সূত্র বলছে, স্বপনকে যেভাবে শোকজ করা হয়েছে, আশরাফের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ পৌঁছে গেছে বলেও জানা গেছে।
নেতাকর্মীদের ভাষায়—“এ ধরনের কর্মকাণ্ড যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তাহলে আর কেউ দলীয় সিদ্ধান্ত মানবে না। আশরাফকে বহিষ্কার ছাড়া অন্য বিকল্প নেই।”
ঘটনার জেরে সোনারগাঁজুড়ে এখন একটি দাবি জোরালো হয়ে উঠেছে— যুবদল নেতা আশরাফুল ইসলাম আশরাফকে দল থেকে বহিষ্কার করতে হবে।


