বন্দরে আওয়ামীলীগ নেতা জামায়াতের কাউন্সিলর প্রার্থী, এলাকায় তীব্র সমালোচনা

সান নারায়ণগঞ্জ

আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সুমন রহমান। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর হটাত করে জামায়াত নেতা বনে যান আওয়ামীলীগের সুমন রহমান।

স্থানীয়রা জানান, সুমন রহমান বর্তমানে জামায়াত নেতা পরিচয়ে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে প্রচারণা চালিয়ে আসছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সুমন রহমানের এহেন প্রচারণায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ- আওয়ামীলীগ সরকার আমলে সুমন রহমান আওয়ামীলীগের সুযোগ সুবিধা নিয়ে এলাকায় ধাবিয়ে বেরিয়েছেন। কিন্তু বর্তমানে ভোল পাল্টে নিজেকে জামায়াত ইসলামীর নেতা পরিচয় দিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে জাহির করছেন।