বন্দর উপজেলায় কাব হলিডে পালন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘আদর্শ নাগরিক গঠনে স্কাউটিং’ এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বন্দর উপজেলায় কাব হলিডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ডিস-প্লে, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেষ্ট ও সনদ বিতরণও আয়োজন করা হয়।

বাংলাদেশ স্কাউটস এর বন্দর উপজেলা শাখার আয়োজনে ২৪ ফেব্রুয়ারি রবিবার সকালে ফরাজীকান্দা এলাকায় হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। এর আগে অনুষ্ঠানটি উদ্বোধণ করেন বাংলাদেশ স্কাউটসের বন্দর উপজেলা শাখার কমিশনার ও বাংলাদেশ শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ।

সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী কাব শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ধীরে ধীরে উন্নয়ণশীল রাষ্ট্রের দ্বারপ্রান্তে পৌছে যাচ্ছে। আমরা যেদিকে তাকাই শুধু দেখি উন্নয়ণ আর উন্নয়ণ। এ সাফল্যকে ধরে রাখতে হবে। আগামী দিনগুলো তোমরা যারা কাব হিসেবে দায়িত্ব পালন করছো তারা এদেশটাকে নেতৃত্ব দিবে। তোমরাই হবে জাতির কর্নধার। আজকে তোমরা যদি এই দিক্ষা সু-শৃঙ্খলভাবে গ্রহণ করতে পার আগামী দিনগুলোতে আমাদের সারা বাংলাদেশ সোনার বাংলায় পরিনত হবে আর তোমরা হয়ে উঠবে সুনাগরিক। এটাই আমি আশা রাখছি। পাশাপাশি বন্দর উপজেলা শিক্ষা অফিসারের অগ্রণী ভূমিকাকেও আমি সাধুবাদ জানাচ্ছি।

বাংলাদেশ স্কাউটসের বন্দর উপজেলা শাখার কোষাধ্যক্ষ পংকজ কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধান, হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মঞ্জুর হাসান মঞ্জু, হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমেদ হালিম মজহার, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, সহকারী শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিপ্লব, তাসলিমা সুলতানা স্বপ্না, জেলা স্কাউটস সম্পাদক ফজলুল হক ভূইয়া মন্টু, সহাকারী কমিশানার জিয়াউল হাসান জিসু, বন্দর উপজেলা স্কাউটস সহকারী কমিশনার আনিছুর রহমান, বাংলাদেশ স্কাউটসের বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিম, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রউফ লাবু, নুর জাহিদ বাদল, শেখ কামাল, মামুন সরকারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।