আড়াইহাজারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, ভোটে আছেন স্বতন্ত্র প্রার্থী আঙ্গুর

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, “গতকাল একটি ঝড়-তুফান গিয়েছে। বসাই দিছি, আর কিছুক্ষণ পর বসে যাবে। কিন্তু টাইম বলে নাই, কিছুক্ষন পরে মানে ২১ তারিখের পরে। এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করার পাশাপাশি আমাকেও হয়রানি করা হয়েছে। যাতে আমি কোন দিকে যেতে না পারি।”

১৪ জানুয়ারী বুধবার বিকেলে আড়াইহাজার উপজেলায় নেতাকর্মীরা উপস্থিত হলে সেখানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ওইযে আগে ইউনিয়নের চেয়ারম্যান, পাঁচটা নয়টা চেয়ারম্যান লইয়া গেছে গা, মেঘনা দিয়ে চরে নিয়ে গেছে। ঘটনা কালকে নিরব হয়ে গেছে। আপনারা বিভ্রান্ত হবেন না। অনেকে বলতাছে উনি বসে যাবে। আমি তো বসে যাবার জন্য দাঁড়াই নাই। যারাই বলছে এটা সঠিক বলে নাই। আমি আছি, থাকবো এবং নির্বাচন করবো ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আপনারা নিরাশ হবেন না। এবং এমন ধারণা করবেন না যে, উনি বুঝায় আমাদের ছেড়ে যাবে। আপনারা যখন আমাকে দাঁড় করাইছেন, আমি থাকবো, নির্বাচন করবো। এবং আপনারা যদি সবাই আগ্রহ নিয়ে কাজ করেন তাহলে আমাদের জয় নিশ্চিত ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা করি আপনারা আমার পাশে থাকবেন, টেলিফোনে কথা বলে জানতে পেরেছি মার্কা ২১ তারিখে পাওয়া যাবে। এবং মার্কা পাওয়ার পরে আমরা ভালোভাবে নামবো ইনশাআল্লাহ।”

সাবেক এমপি আঙ্গুর বলেন, “আপনারা আসছেন যেহেতু তাই কথা বলছি। এখন মিটিং মিছিল করা নিষেধ। আমরা মিছিল মিটিং করলাম না। একটি ঘরোয়া মিটিং করলাম যে, আমরা আছি থাকবো এবং আপনারা ভালো থাকেন। সবাই দোয়া করবেন।”

তিনি বলেন, “এমন ঘটনা আরও ঘটতে পারে। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে আমাকে বা আমার লোকজনকে বলবেন। আর আমি চেষ্টা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হয়। আমি যোগাযোগ রাখছি নির্বাচন অফিসারের সাথে, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে বলে আমাকে বলা হয়েছে। ইতোমধ্যে সন্ত্রাসীদের দমনে কর্যক্রম শুরু হয়েছে, এটি চলমান থাকবে। কাজেই যারা আজকে আটক হয়েছে তারা নির্বাচনের আগে আর আসতে পারবে না।”