খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁয়ে তাঁতীদলের দোয়া ও মাহফিল

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা তাঁতীদলের উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারী বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলার কাচঁপুর বিসিক এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান।

এ সময় প্রধান অতিথি মজিবুর রহমান বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হিংসাত্মক মনোভাবের কারণে আমাদের নেত্রী বিনা কারণে দীর্ঘদিন কারাবরণ করেছে। আর এই কারাগারেই আমাদের নেত্রীকে সুপরিকল্পিত ভাবে কিভাবে যে হত্যা করে ফেলেছিল। সেটা আমরা বুঝতেই পারিনি। দীর্ঘদিন তিনি মৃত্যুর সাথে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা আমাদের নেত্রীর রুহের মাগফেরাত কামনা করি।

তিনি আরও বলেন, এখনো ষড়যন্ত্র শেষ হয়নি আমাদের চেয়ারম্যান তারেক রহমান কখন কি করছেন সেখানেও যে ষড়যন্ত্র আছে আমরা বুঝতে পারি। কারণ আমাদের নেতার বগুড়ায় সফর ছিল কিন্তু সেটা স্থগিত করেছে ষড়যন্ত্রকারীদের জন্য। তাই আমাদের উচিত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ধানের শীষের প্রার্থীদের জয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, সোনারগাঁ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বুলবুল আহমেদ, সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইসহাক, আবু সাঈদ, রশিদ মাস্টার, সদস্য মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেন, বন্দর থানা তাঁতীদলের সদস্য সচিব এস এম আল আমিন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের তাজুল ইসলাম, সদস্য সচিব লিখন মন্ডল, জামপুর ইউপি তাঁতীদলের সভাপতি প্রার্থী মোতালেব সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।