সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন ২৩ জানুয়ারী শুক্রবার মোগরাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাচিলাপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। জুমার খুৎবার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।
এ সময় তিনি বলেন, জনগণের আশা, আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমি মানুষের সেবা করতে চাই। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাহআল্লাহ।
নামাজ শেষে হাজী আশরাফ উদ্দিন মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “আমি একটি আশা নিয়ে আপনাদের সামনে এসেছি। জনগণের শক্তিই আমার শক্তি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন এবং পাশে থাকেন, তাহলেই আমি নির্বাচনে অংশ নিতে পারবো। আমি চাই একজন ভালো শাসক ও একজন সেবক হিসেবে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে।
এ সময় তিনি সাচিলাপুর জামে মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগত উদ্যোগে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতেও মসজিদের উন্নয়ন কার্যক্রমে তিনি সার্বিক সহযোগিতা করবেন। মসজিদের অবকাঠামোগত উন্নয়নসহ ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
আশরাফ উদ্দিনের এ উদ্যোগে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মসজিদের উন্নয়নসহ এলাকার সার্বিক অগ্রগতিতে তার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


