নারায়ণগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জমিয়তের প্রার্থীর শঙ্কা

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনির হোসাইন কাসেমী প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

১৪ জানুয়ারী বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনির হোসাইন কাসেমী বলেন, ‘নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং কোনো ধরনের বৈষম্য চলবে না।’

সংবাদ সম্মেলনে তিনি অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রশাসন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব নিয়ন্ত্রণে আনতে পারে। নির্বাচনকে যেন অর্থের খেলায় পরিণত করা না হয়।

এজন্য প্রশাসনকে কঠোর নজরদারির অনুরোধ জানান তিনি। একইসঙ্গে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে যেন নির্দোষ কেউ হয়রানির শিকার না হয়, সেদিকেও গুরুত্ব দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা।