নারায়ণগঞ্জে কে.ইউ আকসির মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন

Oplus_131072

সান নারায়ণগঞ্জ

প্রয়াত জাতীয় ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদ আকসির স্বরণে নারায়াণগঞ্জ জেলার কৃতি সন্তান, একাধারে নারায়াণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সফল সাধারণ সম্পাদক, স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত জাতীয় ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি ও নারায়াণগঞ্জ রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদ আকসির এর স্মৃতি ও বর্ণাঢ্য কর্মময় সাংগঠনিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে – ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, নারায়াণগঞ্জ জেলা, কে.ইউ আকসির মেমোরিয়াল ৫০ ওভার কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজনে করেছে।

১৮ই অক্টোবর মঙ্গলবার নারায়াণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলার ৮টি ক্লাব ও একাডেমি এই টুর্নামেন্টে রবিন লীগ পদ্ধতিতে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত জাতীয় ক্রীড়া সংগঠক জনাব কুতুবউদ্দিন আহমেদ আকসির এর সহধর্মিণী ক্রীড়া ও সামাজিক সংগঠক আঞ্জুমান আরা আকসির (সাবেক সহ সভাপতি নারায়াণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, সভাপতি -রিয়া গোপ ন্যাশনাল উইমেন্স স্পোর্টস কমপ্লেক্স), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক টাইম টু গিভ এর কো- ফাউন্ডার ক্রীড়া সংগঠক আরাফাত আহমেদ রাজিব, টুর্নামেন্টের সহ-পৃষ্ঠপোষক প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ক্রিকেটার ক্রীড়া সংগঠক জাকির আহমেদ রুবেল, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নারায়াণগঞ্জ এর সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেনারেল কাউন্সিলের সদস্য, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জাতীয় ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ, সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলম, সাবেক জাতীয় ক্রিকেটার ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর সহ- সভাপতি জুয়েল হোসেন মনা, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর সি: সহ সভাপতি রফিকুল হাসান রিপন, বর্ষিয়ান কোচ সর্বজন শ্রদ্ধেয় জলিসুর রহিম, মাস্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জ এর সহ-সভাপতি ক্রীড়া সংগঠক মশিউর রহমান সোহেল, অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর মেম্বার ইন চার্জ (মিডিয়া এন্ড কমিউনিকেশন) সাবেক ক্রিকেটার মো: সেলিম রেজা প্রমুখ।

উপস্থিত সকলে নারায়াণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনের প্রতি প্রয়াত জাতীয় ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদে আকসির এর প্রতিজ্ঞাবদ্ধতা, অনুরাগ ও ভালোবাসা সর্বোপরি অবদান অবিস্মরণীয় বলে উল্লেখ করেন। উনার দূরদৃষ্টি, অর্ন্তদৃষ্টি ও দক্ষতা উনাকে অনন্য উচ্চতায় আসীন করেছে। অবিসংবাদিত এই সংগঠকের প্রতি আমরা ঋণী ও আজীবন কৃতজ্ঞ। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

উক্ত টুর্নামেন্টে জেলার ৮টি স্বনামধন্য ক্রিকেট একাডেমি ও ক্লাব অংশগ্রহণ করবে। কে ইউ আকসির মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫

নীট কনসার্ণ ক্রিকেট একাডেমি, নারায়াণগঞ্জ ক্রিকেট একাডেমি, নীট রেডিক্স, ক্লেমন ক্রিকেট একাডেমি, পোলস্টার ক্লাব, শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমি, দুর্নিবার ক্রিকেট একাডেমি ও রেইনব এসি।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলে – প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ মিলিয়ে ৬ জন, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ও অনুর্ধ ১৮ মিলিয়ে ৫ জন অংশগ্রহণ করতে পারবে।