সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের এসও রোড স্টান্ড এলাকায় থানা বিএনপির যুবদল, থানা স্বেচ্ছাসেবক দল, থানা মহিলা দল ও থানা কৃষকদলের উদ্যোগে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল। এতে সভাপতিত্ব করেছেন মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মাহামুদ ফয়সাল।
এসময় বক্তারা ষড়যন্ত্রকারীদের প্রতি কঠোর হুশিয়ারী জানিয়ে বলেন, সকালে বিএনপির দলীয় মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে যারা কথিত মানববন্ধন করেছে তারা বিএনপির কেউ না। তাদেরকে পেছন থেকে কলকাঠি নাড়া বিএনপির ভেতরে ঘাপ্টি মেরে থাকা ব্যক্তিরা ভাড়ায় এনে মানববন্ধন করেছে, সেখানে বিএনপির পরিচয়ধারী দুএকজনকে দেখাও গিয়েছে। তাদের এসব ষড়যন্ত্র অপপ্রচার চক্রান্ত বন্ধ না হলে কঠোরভাবে দমন ও প্রতিহতের ঘোষণা দেন বক্তারা।
এতে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, মাকসুদুর রহমান শাকিল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, জেলা তরুণ দল নেতা আরিফ মীর, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু, আহসান হাবিব তন্ময়, জুবায়ের, থানা যুবদল নেতা আরাফাত রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


