‘ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল’

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সদস্য শহিদুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ মার্কায় বিজয়ী করতে সর্বোচ্চ শক্ত দিয়ে কাজ করবে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ বাতানপাড়া এলাকায় শহিদুল ইসলামের যুবদলের কার্যালয়ে যান আজহারুল ইসলাম মান্নানের পিএস ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু। ওই সময় নির্বাচনী প্রস্তুতি ও কলাকৌশলের বিষয়ে একে অপরের সঙ্গে আলোচনা করেন।

ওই সময় এ কথা বলেন থানা যুবদলের নেতৃত্ব দাবিদার আওয়ামীলীগ সরকার আমলে রাজপথের নেতা শহিদুল ইসলাম। এ সময় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।