রূপগঞ্জে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান: ৫ জনকে কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযানে একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা, আরও দুটি প্রতিষ্ঠানকে সীলগালা এবং বিভিন্ন মেয়াদে ৫ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন।

১৬ জুলাই মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, ১৫ জুলাই সোমবার র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বানিয়াদি ও ভুলতা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনকারী ১টি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা, ২টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং ৫ জনকে ১৫ থেকে ৩০ দিনের কারাদ- প্রদান করা হয়।

তিনি আরও জানান, র‌্যাব-১১ কর্তৃক পরিচালিত অভিযানে উক্ত ৩টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুমোদনবিহীনভাবে খাদ্য উৎপাদন করে প্যাকেটে বিএসটিআই এর লোগো ছাপিয়ে বাজারজাতকরণ, উৎপাদিত খাদ্য ও পানীয় নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা, গুণগত মান পরিবর্তন করা, প্যাকেটে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করার বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে বিধায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিএসটিআই আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে এস আলম খান কঞ্জুমার প্রোডাক্টকে সীলগালা এবং ১ জনকে ৩০ দিনের ৪ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান, হাসান ফুডকে ২০ লাখ টাকা জরিমানা এবং এসএস এগ্রো প্রোডাক্টকে সীলগালা করে দেওয়া হয়।