বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোনারগাঁয়ে মান্নানের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালী

সান নারায়ণগঞ্জ

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিজয় র‍্যালী করা হয়েছে।

৫ আগস্ট মঙ্গলবার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে বিজয় র‍্যালীটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পূণরায় মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় আজহারুল ইসলাম মান্নানের পক্ষে স্লোগানে স্লোগানে কম্পিত হয় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক।

সোনারগাঁ উপজেলা বিএনপি অঙ্গসংগঠন ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপিরসহ সভাপতি জাহাঙ্গীর আলম, তাইজুল ইসলাম সরকার, সাফির উদ্দিন মজনু নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু, নিজাম উদ্দিন, যুবদল নেতা হারুন-উর-রশিদ মিঠু, কাউসার আহমেদ, আব্দুল মান্নান, আরিফ হোসেন বাবু, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।