২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। ৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রদানের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়।

জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ নির্বাচন অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া।

এ ছাড়াও আরও ৫জন নির্বাচন কমিশনারদের মধ্যে রয়েছেন সিনিয়র আইনজীবী বোরহান উদ্দীন সরকার, আজিজুর রহমান মোল্লা, আবু বকর সিদ্দিক, সুমন মিয়া ও মতিউর রহমান মতিন।

৩ শতদের আপিল বোর্ডের প্রধান হলেন সাবেক পিপি নবী হোসেন। বাকি দুইজন হলেন অতিরিক্ত পিপি আজিজুল হক হান্টু ও মনজুরুল হক খান।

বার্ষিক সাধারণ সভার শুরুতে সমিতির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান বার্ষিক রিপোর্ট পেশ করেন। এরপর সমিতির সদস্যগণ তাদের বক্তব্য পেশ করেন। সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয় জেলা আইনজীবী সমিতির এবারের বার্ষিক সাধারণ সভা।

অন্যদিকে বার্ষিক সাধারণ সভা শেষে বিএনপির একাংশের আইনজীবীরা সাংবাদিক সম্মেলন করে বিএনপির অপর অংশের আইনজীবীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তারা নির্বাচন কমিশনার পরিবর্তন ও পরিবর্ধনের দাবি তুলেছেন। এই নির্বাচন কমিশন নিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।