রাজধানীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিজয় র‌্যালী ও শোডাউন

সান নারায়ণগঞ্জ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আয়োজিত বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।

৬ আগস্ট বুধবার দুপুরে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা রাজধানীর নটর ডেম কলেজের সামনে জড়ো হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান নেন। এসময় তাদের অনেকের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় রাজপথে থেকেছি। বিএনপির নেতাকর্মীরা কেবলমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বারবার নিপীড়নের শিকার হয়েছেন। আমাদের আনন্দ অন্য কোথাও নয়, গণতন্ত্র ফিরে আসার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই।

তিনি আরও বলেন, “আমরা বুকের রক্ত দিয়েছি, মামলা-হামলা-জেল-জুলুম সহ্য করেছি। সেই ত্যাগের বিনিময়েই আজ গণতন্ত্র ফিরে এসেছে। এই ফিরে পাওয়ার মুহূর্তেই আমরা উপস্থিত হয়েছি এবং বিজয়ের মিছিল করছি। এই বিজয় মিছিল চলবে ততদিন, যতদিন পর্যন্ত প্রকৃত জনগণের বিজয় নিশ্চিত না হয়।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিজয় র‌্যালিতে অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও শরিফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ূন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।