1. admin@sunnarayanganj24.com : dinkalnarayangan :
  2. greeceman@mail.com : greeceman :
  3. mrokon5@gmail.com : Majharul Rokon : Majharul Rokon
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে মেলার আয়োজনে ‘কৈশোর তারুণ্যে বই’ Sun Narayanganj
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সাগর প্রধানের বড়ভাই ডালিম প্রধানকে নাশকতার মামলায় গ্রেপ্তার আড়াইহাজারে আঙ্গুরের ব্যর্থতায় আজাদের মুঠোবন্দি বিএনপি: কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টায় সুমন! সোনারগাঁও আসনে বিএনপির একক প্রার্থী: আওয়ামীলীগ-জাতীয় পার্টির টানাটানি! পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মাসুম বিল্লাহ, দোয়া কামনা শামীম ওসমানের সমাবেশে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শোডাউন এমপি শামীম ওসমানের সমাবেশে হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে আইনজীবীদের অংশগ্রহণ অয়ন ওসমানের শোডাউন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সাবেক এমপি কমান্ডার সিরাজের স্ত্রীর মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ শামীম ওসমানের সমাবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যোগদান

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে মেলার আয়োজনে ‘কৈশোর তারুণ্যে বই’

সান নারায়ণগঞ্জ
  • আপডেট মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ০ Time View
IMG 20190716 213636

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে তৃতীয়বারের মত তিনদিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে শিশু-কিশোর সংগঠন কৈশোর তারুণ্যে বই। ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ বই মেলার উদ্বোধন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ‘কৈশোর তারুণ্যে বই’ সংগঠনের সভাপতি, সময় টেলিভিশনের পরিচালক ও বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, সংগঠনের ট্রাষ্ট্রি সদস্য সৈয়দ জাকির হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কান্তি সাহা ও পরিচালনা পর্ষদ সদস্য আবদুস সালাম, শিফট ইনচার্জ কামরুল ইসলাম, সানোয়ারা বেগম ও কবি মুজিবুল হক কবীর।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি বেশি শিক্ষামূলক বই পড়ার তাগিদ দেন।

তিনি একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ের পাঠাগারকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ইতিহাসকে জানতে হলে বই পড়ার কোন বিকল্প নেই।

তিনি জানান জাতীয় গ্রন্থকেন্দ্র স্কুলগুলোতে পাঠাগার প্রতিষ্ঠায় সব ধরণের সহযোগিতা করবে। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রথম দিনেই জমে উঠেছে বই মেলার প্রাঙ্গন। এবারের বই মেলায় রাজধানীর ৯টি পুস্তক প্রকাশনী সংস্থা দেশের বিখ্যাত লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বইয়ের পসরা সাঁজিয়েছেন।

পুস্তক বিক্রেতারা জানান, গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞাণ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন লেখকের নানা ধরণের বই এবারের মেলায় প্রাধান্য পেয়েছে।

শিক্ষামূলক বইয়ের পাশাপাশি নিজেদের পছন্দের লেখকদের নতুন নতুন বই হাতের নাগালে পেয়ে আনন্দে আত্মহারা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কেনার প্রতিযোগিতায় মেতে উঠেছে তারা।

শিক্ষার্থীরা জানায়, এ বই মেলা তাদের প্রাণের বই মেলা। যার মাধ্যমে তাদের জ্ঞাণচর্চা ও জ্ঞাণের পরিধি বিস্তৃত হচ্ছে। প্রতিটি স্কুলেই এ ধরণের বই মেলার আয়োজন করা উচিত বলে মনে করছে তারা।

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে কৈশোর তারুণ্যে বই আয়োজিত তিনদিন ব্যাপী এ বই মেলা চলবে আগমী ১৮ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে আগামী ২০জুলাই শনিবার থেকে শুরু হবে বিদ্যানিকেতন হাই স্কুলে তিন দিন বই মেলা।

© ২০২৩ | সকল স্বত্ব সান নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL