সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে আজমেরী কনজুমার ফুড কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৬ অক্টোবর রবিবার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির মালিক ওয়াহিদকে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে উৎপাদনের মাধ্যমে তারা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছিল।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-১১ সূত্রে জানানো হয়েছে।


