সিদ্ধিরগঞ্জে ডাকাতি ও ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। মূলহোতা সাইদুল বেপারীর নেতৃত্বে চক্রটি পরস্পর যোগসাজশে চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ পথচারী, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনতাই করত।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর র‍্যাব-১১ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল ২৫ অক্টোবর (শুক্রবার) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মূলহোতা সাইদুল বেপারীসহ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলে- বন্দর থানার ইস্পাহানী সোনাচারা এলাকার মো. শাহআলমের ছেলে সাইদুল বেপারী, সিদ্ধিরগঞ্জ থানার গোদানাইল বার্মাস্ট্যান্ড এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সৈকত হোসেন ও কুমিল্লার লাকসাম থানার মৃত মাসুদের ছেলে মো. হৃদয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।